Nadia News: কোটি কোটি টাকা আত্মসাৎ! নদিয়ায় সমবায় সমিতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, সারা জীবনের সঞ্চয় হারিয়ে পথে আমানতকারীরা

Last Updated:

Nadia News: নদিয়া জেলার পাঁচবাড়িয়া এলাকায় সমবায় কৃষি উন্নয়ন সমিতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। প্রায় চার কোটি টাকা আত্মসাৎ। সারা জীবনের সঞ্চয় হারিয়ে পথে বসেছেন আমানতকারীরা।  

নদিয়ায় সমবায় কৃষি উন্নয়ন সমিতির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ
নদিয়ায় সমবায় কৃষি উন্নয়ন সমিতির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ
পাঁচবাড়িয়া, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়া জেলার পাঁচবাড়িয়া এলাকায় সমবায় কৃষি উন্নয়ন সমিতিকে ঘিরে সামনে এসেছে এক ভয়াবহ চিত্র। অভিযোগ, প্রায় চার কোটি টাকার দুর্নীতির জেরে পথে বসেছেন কয়েকশো সাধারণ মানুষ। যাদের কেউ ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন, কারুর পা চলে না, লাঠিই একমাত্র ভরসা। আবার কারও পরিবারে চলছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই। অথচ চিকিৎসার জন্য যে শেষ আশাটুকু তারা সমবায় সমিতির উপর রেখেছিলেন, সেটুকুও আজ ভেঙে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবজি বিক্রি, ভ্যান চালানো কিংবা রোদে বৃষ্টিতে খেটে  তিলে তিলে জমানো টাকা বহু মানুষ সঞ্চয় করেছিলেন পাঁচবাড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। স্বামীর চিকিৎসা, নিজের অসুখ, কিংবা বার্ধক্যের ভরসা সবকিছুর জন্যই ওই সঞ্চয় ছিল তাদের জীবনের শেষ সম্বল। কিন্তু অভিযোগ উঠেছে, সেই টাকার বড় অংশ আত্মসাৎ হয়েছে। এর ফলে আজ নিঃস্ব অবস্থায় দিন কাটাচ্ছেন আমানতকারীরা।
advertisement
আরও পড়ুনঃ তুলির একটানেই ম্যাজিক! যা কিছু দেখেন অবিকল রূপে পায় ক্যানভাসে, পুরুলিয়ার এমএ পাশ তরুণীর চিত্রকলায় অনন্য প্রতিভা, দেখুন
প্রতিদিনই অসহায় মানুষজন সমিতির সামনে এসে ভিড় করছেন। কেউ সকাল থেকে না খেয়েই বসে আছেন, কারও চোখে অনাহারের ক্লান্তি, কারও চোখে জল। তাদের একটাই প্রশ্ন “আমাদের টাকাটা কবে পাব?” জানা যাচ্ছে, গত দুই বছর ধরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও তারা শুধু আশ্বাসই পেয়েছেন, বাস্তবে টাকা ফেরেনি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে সংবাদমাধ্যমের তরফে সমিতির ম্যানেজার দুলাল দত্তর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি। তার এই নীরবতাই যেন আমানতকারীদের ক্ষোভ ও সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে। অসুখে জর্জরিত শরীর, ক্ষুধায় কাঁপা পেট আর বুকভরা অনিশ্চয়তা নিয়ে আজও অপেক্ষায় রয়েছেন এই মানুষগুলো। এখন দেখার, প্রশাসন কবে কার্যকর পদক্ষেপ নেয় এবং কবে কষ্টার্জিত টাকা ফিরে পায় সাধারণ মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: কোটি কোটি টাকা আত্মসাৎ! নদিয়ায় সমবায় সমিতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, সারা জীবনের সঞ্চয় হারিয়ে পথে আমানতকারীরা
Next Article
advertisement
Vande Bharat Sleeper: ঘণ্টায় ১৮০ কিমি বেগে ছুটবে ! টিকিটের ভাড়া কত? বন্দে ভারত স্লিপার ট্রেনে কী কী রয়েছে, দেখে নিন একনজরে
ঘণ্টায় ১৮০ কিমি বেগে ছুটবে ! টিকিটের ভাড়া কত? বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে জানুন বিশদে
  • ঘণ্টায় ১৮০ কিমি বেগে ছুটবে !

  • টিকিটের ভাড়া কত?

  • বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে জানুন বিশদে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement