Domkal Hospital: জেলার চিকিৎসায় নতুন মাইলফলক! ডোমকল হাসপাতালে চালু হল আধুনিক সিসিইউ পরিষেবা
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Murshidabad News: ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু করা হল আধুনিক পাঁচ বেডের সিসিইউ। এই উদ্যোগের ফলে ডোমকল ও পার্শ্ববর্তী এলাকার গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য হল।
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: চিকিৎসা পরিষেবা আরও উন্নত করা হল ডোমকলে। চিকিৎসার জন্য আর ছুটতে হবে না বহরমপুর বা ৬০ কিলোমিটার দূরে অন্যত্র। সীমান্তবর্তী মহকুমা ডোমকলে চালু হল বিশেষ চিকিৎসার ব্যবস্থা। ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু করা হল আধুনিক পাঁচ বেডের সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট)। এই উদ্যোগের ফলে ডোমকল ও পার্শ্ববর্তী এলাকার গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য হল। যা স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
সাধারণ মানুষের কথা মাথায় রেখে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই সিসিইউ চালু করেছে। হাসপাতালের সুপার কৌশিক আদিত্য ও অ্যাসিস্ট্যান্ট সুপার মামুন কবির এবং সন্দীপ দাসের আন্তরিক প্রচেষ্টা ও তত্ত্বাবধানে এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো বাস্তবায়িত হয়েছে।
আরও পড়ুনঃ ছাড়ি গঙ্গার পরিযায়ী পাখির ছবিতে জাতীয় স্বীকৃতি! সর্বভারতীয় ফটো গ্যালারি প্রতিযোগিতায় প্রথম হলেন কলকাতার আলোকচিত্রী
হাসপাতালের সুপার কৌশিক আদিত্য জানান, অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা মিলবে এবার সিসিইউ ওয়ার্ডে। এই সিসিইউ চালু হওয়ায় বহু ক্রিটিক্যাল রোগীর চিকিৎসা এখানেই সম্ভব হবে। এবং রোগীদের আর দূরবর্তী হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন পড়বে না। প্রত্যেকটি শয্যা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত। এখানে রোগীরা আরও উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের মতে, আধুনিক সিসিইউ পরিষেবা চালু হওয়ায় সময়মতো চিকিৎসা মিলবে এবং বহু ক্ষেত্রে রোগীর জীবনরক্ষা সম্ভব হবে যা ডোমকলের স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন আশার আলো।
এদিন এক ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন ওয়ার্ডের চালু করেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার সহ অন্যান্য চিকিৎসক-নার্সরা।
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Jan 17, 2026 2:49 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Domkal Hospital: জেলার চিকিৎসায় নতুন মাইলফলক! ডোমকল হাসপাতালে চালু হল আধুনিক সিসিইউ পরিষেবা










