Gangasagar: প্রবল ভিড়ে গঙ্গাসাগরে যেতে পারলেন না অনেকেই, উঠছে দ্রুত ব্রিজ তৈরির দাবি

Last Updated:

Gangasagar: প্রবল ভিড়ে গঙ্গাসাগরে যেতে পারলেন না অনেকেই। সাগরে যেতে না পারার আক্ষেপে অনেকেই কাকদ্বীপে মুড়িগঙ্গাতে স্নান করেছেন। ফিরতি ভিড়ও আছড়ে পড়ছে কাকদ্বীপে। ফলে উঠছে দ্রুত ব্রিজ তৈরির দাবি।

+
কাকদ্বীপে

কাকদ্বীপে বাড়ছে ফিরতি ভিড়

দক্ষিণ ২৪ পরগনা: প্রবল ভিড়ে গঙ্গাসাগরে যেতে পারলেন না অনেকেই। সাগরে যেতে না পারার আক্ষেপে অনেকেই কাকদ্বীপে মুড়িগঙ্গাতে স্নান করেছেন। ফিরতি ভিড়ও আছড়ে পড়ছে কাকদ্বীপে। ফলে উঠছে দ্রুত ব্রিজ তৈরির দাবি।
এ নিয়ে রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজিত পাটোয়ারী জানিয়েছেন, যে ব্রিজটা কে করবে জানার দরকার নেই, রাজ্য অথবা কেন্দ্র যেই করুক দ্রুত ব্রিজ তৈরি হোক। আজকে লক্ষ লক্ষ মানুষ এসে শুধুমাত্র পরিবহন সমস্যার জন সাগরে আসতে না পেরে ফিরে যাচ্ছেন লট এইট থেকে এটা লজ্জার। গোটা বিশ্বের মানুষজন দেখছে। ব্রিজ তৈরি করা খুবই দরকার।
advertisement
advertisement
কাকদ্বীপের মুড়িগঙ্গাতে স্নান করার পর সুতৃষ্ণা নাইয়া সরকার নামের এক মহিলা জানিয়েছেন, ভেসেল ধরার জন্য এত ভিড় ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে ওপারে পার হওয়া যাচ্ছে না। শেষে কি আর করা যাবে কাকদ্বীপের এপারেই স্নান করতে হচ্ছে।
advertisement
গঙ্গার এপার আর ওপার সবদিক গঙ্গা ফলে অগত্যা স্নান করে ফিরে যেতে হচ্ছে। দ্রুত ব্রিজ করলে সমস্ত সমস্যার সমাধান হবে এই আশা করছেন সকলেই। ফলে ব্রিজ তৈরি করা খুবই দরকার।‌ না হলে এই সমস্যা থেকেই যাবে।
এদিকে লক্ষ লক্ষ কাকদ্বীপ থেকে ফিরে যাওয়ায় খুবই ব্যথিত কাকদ্বীপের বাসিন্দারাও। তাঁরা জানিয়েছেন গঙ্গাসাগরে স্নান করতে অনেকেই আসেন তাদের কথা ভেবে তাঁরা নিজেরাও এই সময়টাতে খুব একটা যান না গঙ্গাসাগরের দিকে।
advertisement
তবুও ফিরে যেতে হচ্ছে সকলকে। ব্রিজ দ্রুত হোক এটাই এখন সকলের ইচ্ছা। কোনোওরকম তরজার মধ্যে গিয়ে এই ব্রিজের কাজ যাতে না আটকে থাকে সেই দিকটিও দেখতে হবে বলে জানিয়েছেন তাঁরা। Nawab Mullick
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gangasagar: প্রবল ভিড়ে গঙ্গাসাগরে যেতে পারলেন না অনেকেই, উঠছে দ্রুত ব্রিজ তৈরির দাবি
Next Article
advertisement
Mahakal Temple at Siliguri: বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি, উচ্চতা ২১৬ ফুট! আর কী কী থাকছে শিলিগুড়ির মহাকাল মহাতীর্থে? শিল্যান্যাস করে জানালেন মমতা
বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি, উচ্চতা ২১৬ ফুট! আর কী কী থাকছে শিলিগুড়ির মহাকাল মহাতীর্থে?
  • শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী৷

  • বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি থাকবে এই মন্দিরে৷

  • ১৭.৪ একর জমির উপরে গড়ে উঠবে মহাকাল মহাতীর্থ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement