Republic Day Parade: কেউ ফুলকপি, তো কেউ আম, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে পুষ্টির বার্তা! খুদেদের কাণ্ড দেখে থ নেটিজেনরা
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Republic Day Parade: কুচকাওয়াজে অংশ নেওয়া খুদেরা পুষ্টিকর খাবারের তালিকাকে জাতীয় পতাকার তিন রঙ সবজি ও ফলের মাধ্যমে তুলে ধরে।
মালদহ, জিএম মোমিন: প্রজাতন্ত্র দিবসে অভিনব উদ্যোগ, কুচকাওয়াজে পুষ্টির বার্তা নিয়ে হাঁটল অঙ্গনওয়াড়ির খুদে শিশুরা। কেউ সেজেছে আম, কেউ ফুলকপি, কেউ বা মটরশুঁটি। অভিনব সাজে ও উচ্ছ্বাসে ভর করে এবারের প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে পা মেলাল অঙ্গনওয়াড়ির খুদে শিশুরা। শিশুদের পুষ্টিকর খাবারের গুরুত্বকে জাতীয় পতাকার তিন রঙের মাধ্যমে তুলে ধরতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সংস্থার ময়দানে আয়োজন করা হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানের। সেখানে জেলার বিভিন্ন প্রান্তের স্কুল পড়ুয়া, এনসিসি সদস্যদের পাশাপাশি অংশগ্রহণ করে জেলার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুরাও। কুচকাওয়াজে অংশ নেওয়া খুদে শিশুরা তাঁদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতিদিন পাওয়া পুষ্টিকর খাবারের তালিকাকে জাতীয় পতাকার তিন রঙ কমলা, সাদা ও সবুজের মাধ্যমে তুলে ধরা হয়।
advertisement
আরও পড়ুন: জামা, সোয়েটার, শাড়ি সব ফ্রি, এক পয়সা খরচ না করেই মিলছে সব! পকেটে টাকা না থাকলেও ব্যাগভর্তি শপিং
শাক, সবজি ও ফলের সাজে সেজে শিশুদের এই উপস্থাপনা দর্শকদের মন কেড়ে নেয়। এক অঙ্গনওয়াড়ি কর্মী চন্দনা কুণ্ডু চৌধুরী জানান, “প্রতিবছর প্রজাতন্ত্র দিবসে জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজের আয়োজন হয়। সেখানে বিভিন্ন দফতরের সঙ্গে আমরাও অংশগ্রহণ করি। অঙ্গনওয়াড়ির খুদে শিশুরা কুচকাওয়াজে হাঁটছে দেখে সত্যিই খুব ভাল লাগছে।” অন্যদিকে এক অঙ্গনওয়াড়ি সুপারভাইজার রানু বালা রায় বলেন, “প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই প্রথম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের পুষ্টিকর খাবারকে তিনটি রঙের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শাক, সবজি, ফলসহ নানা রকম খাবারের সাজে মোট ১৬ জন শিশু এবারের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে।” খুদে শিশুদের এই অভিনব উদ্যোগ একদিকে যেমন প্রজাতন্ত্র দিবসের আনন্দ বাড়িয়েছে। তেমনই সমাজের কাছে পৌঁছে দিয়েছে পুষ্টিকর খাবারের গুরুত্বের বার্তা। অঙ্গনওয়াড়ি কর্মীদের এমন উদ্যোগ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রশাসনিক কর্মকর্তা থেকে জনসাধারণ।
Location :
Maldah,West Bengal
First Published :
Jan 26, 2026 3:48 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Republic Day Parade: কেউ ফুলকপি, তো কেউ আম, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে পুষ্টির বার্তা! খুদেদের কাণ্ড দেখে থ নেটিজেনরা







