South 24 Parganas News: জামা, সোয়েটার, শাড়ি সব ফ্রি, এক পয়সা খরচ না করেই মিলছে সব! পকেটে টাকা না থাকলেও ব্যাগভর্তি শপিং
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
South 24 Parganas News: বিনা পয়সায় হাট দক্ষিণ বারাসাতে। এই হাট থেকে নিজের প্রয়োজনীয় পোশাক নিতে দেখা গেল বহু মানুষকে।
দক্ষিণ ২৪ পরগনা, দক্ষিণ বারাসাত, সুমন সাহা: উৎসব ছাড়াই বসে গেল বিনাপয়সার হাট। মিলছে নানান রকমের নানান সাইজের রকমারি পোশাকের বিপুল সম্ভার। আপনার যা অপ্রয়োজনীয়, অন্যের কাছে তা অমূল্য! ঠিক তেমনি একটি বিনা পয়সায় হাট দেখতে পাওয়া গেল দক্ষিণ বারাসাতে। প্রচুর মানুষের সমাগমে এই বিনা পয়সায় হাটে থেকে নিজের প্রয়োজনীয় পোশাক নিতে দেখা গেল বহু মানুষকে।
জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতে কয়েকজন যুবকের উদ্যোগে এই বিনা পয়সার হাটের আয়োজন করা হয়েছে। এখানে ছোট থেকে বড়, সকলের জন্য আছে শাড়ি, সালোয়ার, ধুতি, পাঞ্জাবি, ফ্রক, জামা, প্যান্ট, গেঞ্জি সহ নানা পোশাক। আর এই খবর ছড়িয়ে পড়তে বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছেন তাদের নিজেদের চাহিদা ও মাপ অনুযায়ী পোশাক সংগ্রহ করছে। কোনও মানুষ এখান থেকে খালি হাতে ফিরছেন না।
advertisement
আরও পড়ুন: খুদেদের আঙুলের ছোঁয়ায় কথা বলছে তবলা, প্রতিভা দেখে চোখ কপালে দর্শকদের! পারফরম্যান্স দেখে লোম খাড়া হয়ে যাবে
আর এই শীতের মরশুমে বিভিন্ন জ্যাকেট থেকে সোয়েটার সবই মিলছে এখানে। ছোট থেকে বড়, সকলের মনে খুশি জোগাচ্ছে বিনামূল্যের এই হাট। এ প্রসঙ্গে এক উদ্যোক্তা জানান, গত কয়েক মাস ধরে আমরা চিন্তা ভাবনা করে এই উদ্যোগটা নিয়েছি। আমাদের পাশে চিকিৎসক থেকে শিক্ষক সবাই এগিয়ে এসেছে এই কর্মকাণ্ডে। মানুষ আসছেন তাদের নিজেদের পোশাক বেছে নিচ্ছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিন দিন ধরেই চলছে এই হাট। তিন দিনে প্রায় কয়েক হাজার মানুষ পোশাক নিয়েছেন। আগামী দিনে এই পোশাকের হাটের পাশাপাশি আরও নতুন কিছু উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য, আপনার যা অপ্রয়োজনীয়, অন্যের কাছে তা অমূল্য। অপ্রয়োজনীয় ও অব্যবহৃত বস্ত্র এবং সামগ্রী ফেলে না দিয়ে আমাদের দিয়ে যান, আর যাদের প্রয়োজন, তাঁরা নিয়ে যান।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 26, 2026 3:06 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: জামা, সোয়েটার, শাড়ি সব ফ্রি, এক পয়সা খরচ না করেই মিলছে সব! পকেটে টাকা না থাকলেও ব্যাগভর্তি শপিং










