Kolkata Book Fair 2026: কলকাতায় এবার হবে বই-তীর্থ! সারা বছর বই নিয়ে বিশেষ পরিকল্পনা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Last Updated:

Kolkata Book Fair 2026: গিল্ড কর্তার আবেদনের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকার সহযোগিতা করবে। তিনি বলেন, বই-তীর্থ তৈরির জন্য আইএনসিএ-র মাধ্যমে ১০ কোটি টাকা বরাদ্দ করা হবে।

বইমেলা
বইমেলা
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: রাজ্যে বইপ্রেমীদের জন্য এবার স্থায়ী এক নতুন সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকে ‘বই তীর্থ’ তৈরির জন্য ১০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন। এদিন সল্টলেকের সেন্ট্রাল পার্কে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যে একটি স্থায়ী বইকেন্দ্র গড়ে তোলার আবেদন জানান।
দিঘার জগন্নাথ ধাম বা মহাকাল তীর্থের মতো একটি সাংস্কৃতিক তীর্থস্থানের ভাবনা তুলে ধরে তিনি বলেন, বইকেও কেন্দ্র করে এমন একটি স্থায়ী পরিসর গড়ে তোলা সম্ভব। গিল্ড কর্তার আবেদনের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকার সহযোগিতা করবে। তিনি বলেন, বই-তীর্থ তৈরির জন্য আইএনসিএ-র মাধ্যমে ১০ কোটি টাকা বরাদ্দ করা হবে। পাশাপাশি তিনি গিল্ড কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়ার জন্য আবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী আরও জানান, আগেই তার এই ধরনের একটি চিন্তা মাথায় এসেছিল, কিন্তু সময়ের অভাবে তা বাস্তবায়িত হয়নি।
advertisement
আরও পড়ুন: সরস্বতী পুজোর আগে আবহাওয়ার ভোলবদল, সকালে ঘন কুয়াশা আর বেলা বাড়তেই রোদের ঝলক
তাঁর কথায়, সম্পূর্ণ বইকে কেন্দ্র করেই এই তীর্থ গড়ে উঠবে এবং ভবিষ্যতে কলকাতা বইমেলার স্থায়ী প্রাঙ্গণের সঙ্গে যুক্ত হয়ে এটি একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকেন্দ্রে পরিণত হবে।এদিনের অনুষ্ঠানে গিল্ডের তরফে মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রশংসা করে বলা হয়, তাঁর উদ্যোগ ও অভিভাবকত্বেই আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ স্থায়ী ঠিকানা পেয়েছে এবং ধারাবাহিকভাবে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, এবছরের বইমেলায় প্রায় এক হাজার প্রকাশক ও বিক্রেতা অংশ নিচ্ছেন এবং ২১টি দেশ উপস্থিত রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: সিমরন বালা, নামটা শুনেছেন? এবারের প্রজাতন্ত্র দিবসে গোটা বিশ্ব দেখবে তাঁকে, কে এই সুন্দরী অফিসার জানেন?
এবারের ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনা। বই-তীর্থ তৈরির ঘোষণায় প্রকাশক মহল ও বইপ্রেমীদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে। অনেকের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কলকাতা শুধু বইমেলার শহর হিসেবেই নয়, বরং স্থায়ী এক সাহিত্য তীর্থস্থান হিসেবেও দেশ-বিদেশে পরিচিতি পাবে। সব মিলিয়ে প্রথম দিন থেকেই জমে উঠেছে কলকাতা বইমেলা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kolkata Book Fair 2026: কলকাতায় এবার হবে বই-তীর্থ! সারা বছর বই নিয়ে বিশেষ পরিকল্পনা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
West Bengal Weather Update: সরস্বতী পুজোয় থাকবে হালকা ঠান্ডা, কুয়াশার দাপটও, আগামী ৭ দিন রাজ্যে আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
সরস্বতী পুজোয় থাকবে হালকা ঠান্ডা, কুয়াশার দাপটও, আগামী ৭ দিন রাজ্যে আবহাওয়া কেমন থাকবে?
  • সরস্বতী পুজোয় থাকবে হালকা ঠান্ডা

  • থাকছে কুয়াশার দাপটও

  • আগামী ৭ দিন রাজ্যে আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement