Howrah News: সকালে কাজে এসে ছাঁটাইয়ের নোটিস! রাতারাতি বসিয়ে দেওয়া হল ৫০ জন কর্মীকে, হাওড়া জুট মিলের বাইরে বিক্ষোভ
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Howrah Jute Mill Layoff: হাওড়ার দাসনগরের ভারত জুট মিলে প্রায় ৫০ জন শ্রমিককে রাতারাতি বসিয়ে দেওয়া হল। সোমবার সকালে কাজে এসে ছাঁটাইয়ের নোটিস পেতেই শ্রমিকরা মিল চত্বরে বিক্ষোভ দেখান।
হাওড়া, রাকেশ মাইতি: হঠাৎ কর্ম বিরতির বিজ্ঞপ্তি শুনে শ্রমিকদের মাথায় ভেঙে পড়ল আকাশ। দাসনগরের ভারত জুট মিলে প্রায় ৫০ জন শ্রমিককে কর্ম বিরতির নোটিস দেওয়া হল। কাজ হারানোর খবর শুনেই হতাশ হয়ে পড়েন শ্রমিকরা।
শ্রমিকরা জানান, হঠাৎই মিল বন্ধের বিজ্ঞপ্তিতে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। শ্রমিকদের কথায়, মিল কর্তৃপক্ষের মিল না চালানোর সিদ্ধান্তর ফলে পরিবারে নিয়ে দারুণ সমস্যার মুখে পড়তে হল। কর্মহারা বিজ্ঞপ্তি পেয়ে শ্রমিকদের অবস্থা করুণ।
আরও পড়ুনঃ ডাক্তার দেখিয়ে ফেরার পথে যমের ডাক পড়ল! গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অটো, মৃত ১, আহত ২
সোমবার সকালে শ্রমিকরা যখন মিলে কাজে আসেন তখন তাদের জানানো হয়, এরপর থেকে কাজ বন্ধ। তা শুনেই কাজে যোগ দিতে আসা শ্রমিকরা মিল চত্বরে বিক্ষোভ দেখান। স্থানীয় সমাজসেবী তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরা এদিন মিলের শ্রমিকদের সঙ্গে নিয়ে গিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে সমস্যার সমাধানের জন্য আলোচনায় বসেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শ্রমিকদের দাবি, তারা কাজে যোগ দিতে চান। তারা যাতে নিত্যদিন কাজ পান তা সুনিশ্চিত করতে হবে মিল কর্তৃপক্ষকে। মিলে বর্তমানে প্রায় ৪০০ জন স্থায়ী ও ২৫০ জন অস্থায়ী শ্রমিক কাজ করেন।
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
Jan 19, 2026 8:35 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: সকালে কাজে এসে ছাঁটাইয়ের নোটিস! রাতারাতি বসিয়ে দেওয়া হল ৫০ জন কর্মীকে, হাওড়া জুট মিলের বাইরে বিক্ষোভ











