Basirhat Accident: ডাক্তার দেখিয়ে ফেরার পথে যমের ডাক পড়ল! গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অটো, মৃত ১, আহত ২
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Basirhat Accident: ডাক্তার দেখিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। অটো-ইকো গাড়ির সংঘর্ষে প্রাণ গেল এক বৃদ্ধের, আহত ২ জন। সোমবার বসিরহাট মহাকুমার মাটিয়া থানার স্বরূপনগর-বিবিপুর এলাকার কিনুর মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে।
মাটিয়া, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: ডাক্তার দেখিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। অটো-ইকো গাড়ির সংঘর্ষে প্রাণ গেল এক বৃদ্ধের, আহত ২ জন। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার মাটিয়া থানার স্বরূপনগর-বিবিপুর এলাকার কিনুর মোড়ে সোমবার এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের।
জানা যায়, স্বরূপনগর থেকে অটোতে চেপে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন বছর ৮০-র ওই বৃদ্ধ। নাম রৌন মন্ডল। ঠিক সেই সময় উলটো দিক থেকে আসা একটি ইকো গাড়ির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন অটোতে থাকা বেশ কয়েকজন যাত্রী।
আরও পড়ুনঃ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে পিষে দিল বেপরোয়া লরি! মর্মান্তিক মৃত্যু, রক্তে ভাসল কাটোয়া-বর্ধমান রোড
স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই বৃদ্ধের। আরও দু’জন গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে মাটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টি উদ্ধার করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর ইকো গাড়ির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ। স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রায়শই যানবাহনের বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই দ্রুত গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থার উন্নতির দাবি উঠছে।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 19, 2026 8:01 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Basirhat Accident: ডাক্তার দেখিয়ে ফেরার পথে যমের ডাক পড়ল! গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অটো, মৃত ১, আহত ২










