advertisement

Haldia Bus Accident: হলদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস! পথ দুর্ঘটনায় আহত ১০

Last Updated:

Haldia Bus Accident: হলদিয়ার চৈতন্যপুরে কোলাঘাট-হলদিয়াগামী যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত!

হলদিয়ায় বাস উল্টে ১০ জন আহত, পুলিশের তদন্তে চাঞ্চল্য ছড়াল
হলদিয়ায় বাস উল্টে ১০ জন আহত, পুলিশের তদন্তে চাঞ্চল্য ছড়াল
সুজিত ভৌমিক, হলদিয়া: সাতসকালে যাত্রীবাহী বাস দুর্ঘটনা। হলদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। দুর্ঘটনায় আহত হন একাধিক যাত্রী, ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। হলদিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত হলেন অন্তত ১০ জন যাত্রী। রবিবার সকালে হলদিয়ার চৈতন্যপুর সংলগ্ন এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোলাঘাট থেকে হলদিয়াগামী ওই বাসটি সকাল প্রায় ৯টা নাগাদ চৈতন্যপুর বাসস্ট্যান্ড পেরিয়ে সুতাহাটার দিকে যাচ্ছিল। উত্তরকালীনগর এলাকায় হলদিয়া–মেচেদা রাজ্য সড়কের পাশে থাকা একটি নয়নজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসে একাধিক যাত্রী ছিলেন।
advertisement
advertisement
ঘটনার জেরে বাসের ভিতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সুতাহাটা থানার পুলিশ। আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা বাসটির স্টিয়ারিং কেটে যাওয়াতেই চালক নিয়ন্ত্রণ হারান এবং এর জেরেই দুর্ঘটনাটি ঘটে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় সুতাহাটা থানার পুলিশ। স্থানীয়দের সাহায্যে দ্রুত বাসের মধ্যে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে পুলিশ। পাশাপাশি, বাসটিকেও উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটির গতিবেগ কম থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Haldia Bus Accident: হলদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস! পথ দুর্ঘটনায় আহত ১০
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, বেলা বাড়লেই ঠান্ডা উধাও ! রবি ও সোমবার আরও বাড়বে তাপমাত্রা
রাজ্যে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, বেলা বাড়লেই ঠান্ডা উধাও ! রবি ও সোমবার আরও বাড়বে তাপমাত্রা
  • ধীরে ধীরে এবার রাজ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী

  • বেলা বাড়লেই ঠান্ডা উধাও !

  • রবি ও সোমবার আরও বাড়বে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement