Rooftop Garden: বাজারে সবজির আগুন দাম! বাড়ির ছাদ বাগানেই ফলান টাটকা আনাজ, মিটবে ৮ মাসের চাহিদা, দিশা দেখাচ্ছেন জলপাইগুড়ির রাজু

Last Updated:

Jalpaiguri Rooftop Garden: ১২০০ স্কোয়ার ফুট ছাদ বাগানে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পালং শাক, ধনেপাতা থেকে শুরু করে আদা, পেঁয়াজ, রসুন-কী নেই। বাড়ির ছাদে আনাজ ফলিয়ে বছরের ৮ মাস বাজার থেকে সবজি কিনতে হচ্ছে না।

+
রাজু

রাজু রায়ের ছাদ বাগান

জলপাইগুড়ি, সুরজিৎ দে: বাজারে ঊর্ধ্বমুখী দাম সবজির? কিংবা রাসায়নিকের ভয়? এবার বাজারের উপর ভরসা না করে ছাদেই গড়তে পারেন ছাদ বাগান। কীভাবে করবেন তারই নতুন দিশা দেখালেন জলপাইগুড়ির রাজু। বাজারের সবজির দামের ঊর্ধ্বগতি কিংবা রাসায়নিক ব্যবহারের চিন্তা- এই দুই সমস্যার সহজ সমাধান খুঁজে নিয়েছেন জলপাইগুড়ির বজরাপাড়ার বাসিন্দা রাজু রায়।
তাঁর দাবি, বছরে প্রায় আট মাস বাজারে গিয়ে সবজি কিনতেই হয় না। কারণ, বাড়ির ১২০০ স্কোয়ার ফুট ছাদেই গড়ে তুলেছেন এক পরিপূর্ণ সবজি বাগান। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পালং শাক, ধনেপাতা থেকে শুরু করে আদা, পেঁয়াজ, রসুন – কী নেই সেই ছাদ বাগানে। মাছ রাখার বড় বড় কার্টনে চাষ হচ্ছে শাকসবজি। আবার বাঁশের খাঁচা বানিয়ে লাউ, কুমড়ো ও বিভিন্ন প্রজাতির বিনসের চাষ করছেন তিনি। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে, সার্টিফায়েড বীজ ও প্রাকৃতিক সার ব্যবহার করেই এই চাষ।
advertisement
আরও পড়ুনঃ জঙ্গলের বুক চিড়ে রাস্তা, আচমকাই সামনে যমদূতের মতো হাজির দাঁতাল! মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন বয়স্ক ব্যক্তি, জানেন কীভাবে!
পেশায় গ্রন্থাগার কর্মী রাজু রায় ছোটবেলা থেকেই সবজি চাষে আগ্রহী। কর্মসূত্রে জলপাইগুড়িতে এসে ২০১৮ সালে নিজের বাড়ি তৈরির পর ধীরে ধীরে ছাদ বাগানের কাজ শুরু করেন। আজ তা শুধু নিজের পরিবারের চাহিদা পূরণেই সীমাবদ্ধ নয়, বরং প্রতিবেশী যুবকদের আয়ের পথও খুলে দিয়েছে। প্রতিদিন সকাল আটটা থেকে দু’ঘণ্টা ছাদ বাগানের পরিচর্যা করেন রাজু। তাঁর কর্মস্থলে যাওয়ার পর বাগানের দায়িত্ব সামলান স্ত্রী মমতা রায়। স্বামী-স্ত্রীর যৌথ উদ্যোগেই এই সাফল্য।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজুর দেখানো পথে অনুপ্রাণিত হয়ে ইতিমধ্যেই এলাকার বহু মানুষ ছাদে সবজি চাষ শুরু করেছেন। প্রতিবেশী স্কুল শিক্ষক নারায়ণ বর্মন জানান, রাজুর কাছ থেকেই অনুপ্রেরণা পেয়ে তিনি ছাদ বাগান শুরু করেন এবং গত বছর প্রায় বারো কার্টন আদা উৎপাদন করেন। রাজু রায়ের ছাদ বাগান আজ সবজি চাষ তো বটেই তার সঙ্গে এলাকায় সচেতনতা, স্বনির্ভরতা ও পরিবেশবান্ধব জীবনের যে এক উজ্জ্বল উদাহরণ তা বলাই বাহুল্য।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Rooftop Garden: বাজারে সবজির আগুন দাম! বাড়ির ছাদ বাগানেই ফলান টাটকা আনাজ, মিটবে ৮ মাসের চাহিদা, দিশা দেখাচ্ছেন জলপাইগুড়ির রাজু
Next Article
advertisement
West Bengal Weather Update: আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া, কবে থেকে রাজ্যে কমবে শীত? জেনে নিন
আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া, কবে থেকে রাজ্যে কমবে শীত? জেনে নিন
  • আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া

  • কবে থেকে রাজ্যে কমবে শীত?

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement