South 24 Parganas News: রাত আড়াইটে থেকে বের হতে থাকে লেলিহান শিখা! নাজিরাবাদে থার্মোকলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
- Reported by:Suman Saha
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোডাউন জুড়ে। ঘটনাস্থলে পৌঁছায় ফলতা থানার পুলিশ। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনীর কর্মীরা।
দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: থার্মোকলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকায় চাঞ্চল্য। সূত্রের খবর, রাত আনুমানিক আড়াইটে নাগাদ হঠাৎ করেই গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টিরও বেশি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে এখনো দমকলের ইঞ্জিন কাজ চালিয়ে যাচ্ছে। ঘটনার সময় গোডাউনের ভিতরে বেশ কয়েকজন শ্রমিক উপস্থিত ছিলেন বলে জানা গেলেও, এখনো পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।
গোডাউনের ভিতরে রান্নাবান্নার কাজ চলত বলে জানা গিয়েছে। গ্যাসের ব্যবহার, শর্ট সার্কিট না কি অন্য কোনও কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় কোনও হতাহতর খবর মেলেনি। আগুনের লেলিহান শিখা সম্পূর্ণভাবে গ্রাস করে নিয়েছে কারখানাটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট এর মাধ্যমে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। অত্যন্ত দাহ্য কেমিক্যাল থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়েছে।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোডাউন জুড়ে। ঘটনাস্থলে পৌঁছায় ফলতা থানার পুলিশ। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনীর কর্মীরা।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 26, 2026 12:18 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: রাত আড়াইটে থেকে বের হতে থাকে লেলিহান শিখা! নাজিরাবাদে থার্মোকলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড











