Fire: গাড়ি ভর্তি মদ আর মদ! মুহূর্তে সেই গাড়িই জ্বলতে শুরু করল, তারপরই... শুনে চমকে উঠবেন!
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
Fire: মদ বোঝাই লরির চালকের কেবিনে ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চালক। বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা।
বাঁকুড়া: মদ বোঝাই লরির চালকের কেবিনে ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চালক। বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা।
মদ বোঝাই লরির চালকের কেবিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বাঁকুড়া সদর থানার ভাদুল এলাকায়। সরকারি মদের গুদামের পাশেই এই আগুন লাগার ঘটনায় প্রাথমিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গুদামের কর্মীদের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় ওই লরির চালক। লরিতে বিপুল পরিমাণ দাহ্য মদ থাকায় বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনার হাত থেকেও রক্ষা মিলল বলে মনে করছেন স্থানীয়রা।
advertisement
আরও পড়ুন: বাবা-মা বাইক কিনে দেয়নি, টাকা জোগাড়ে আনন্দপুরে কাজ নিয়েছিল স্কুলছাত্র! আজও সে নিখোঁজ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বাঁকুড়া শহর লাগোয়া ভাদুলে সরকারি মদের গুদামের পাশে দাঁড়িয়ে ছিল মদ ভর্তি একটি লরি। লরির চালক চালকের কেবিনেই বসেছিলেন। খালাসি কেবিনের ভিতরে একটি ছোট রান্নার গ্যাসে রান্নার কাজ কতছিলেন। আচমকাই সেই কেবিনে আগুন লেগে যায়।
advertisement
advertisement
আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরির সুযোগ, আকর্ষণীয় বেতনে বাংলায় হবে ২,৯৮২ নিয়োগ, না জানলে বড় মিস
বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি ওই কেবিন থেকে নেমে আসেন লরির চালক ও খালাসি। বিষয়টি জানাজানি হতেই মদের গুদামের কর্মীরা ফায়ার এক্সটিংউইশার নিয়ে এসে মদ বোঝাই লরির চালকের কেবিনের আগুন নিভিয়ে ফেলেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে চালকের কেবিনে থাকা একটি ছোট রান্নার গ্যাসে রান্না করার সময় সেই গ্যাসের সিলিন্ডার থেকেই এই আগুন লেগে থাকতে পারে। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বাঁকুড়া সদর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।
advertisement
প্রিয়ব্রত গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2026 1:39 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Fire: গাড়ি ভর্তি মদ আর মদ! মুহূর্তে সেই গাড়িই জ্বলতে শুরু করল, তারপরই... শুনে চমকে উঠবেন!










