Success Story: শূন্য থেকে শিখরে! তুলির টানেই ভাগ্য বদল ভগবানপুরের নবকুমারের, আজ যিনি সফল ব্যবসায়ীর পাশাপাশি অন্যদের অনুপ্রেরণাও
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
East Medinipur Success Story: কিছু মানুষ আছেন যারা নিজের ভাগ্য নিজেরাই লেখে। বদলে ফেলে নিজেদের জীবন। তাদের জীবন হয়ে ওঠে অনুপ্রেরণার কাহিনী। সেরকমই এক সফলতার কাহিনী লিখলেন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের বাসিন্দা নবকুমার পাল।
ভগবানপুর, সৈকত শী: কিছু মানুষ আছেন যারা নিজের ভাগ্য নিজেরাই লেখে। বদলে ফেলে নিজেদের জীবন। তাদের জীবন হয়ে ওঠে অনুপ্রেরণার কাহিনী। সেরকমই এক সফলতার কাহিনী লিখলেন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের বাসিন্দা নবকুমার পাল। বর্তমানে তুলির টানেই তিনি সফল ব্যবসায়ী। তুলির টানে শাড়িতে আঁকিবুঁকি, এখন সফল ব্যবসায়ী। ছোটবেলা থেকেই তুলি নিয়ে রং করা বা আঁকার দক্ষতা ছিল। ধীরে ধীরে সেই আঁকাকেই নিজের পেশায় বদল করেছে। বর্তমানে ৬০ পেরিয়েও সমান দক্ষতায় শাড়ির উপর এঁকে চলেছে একের পর এক কারুকার্য। আর এই শাড়ির উপর আঁকার দক্ষতা তাঁকে ভরসা যুগিয়েছে রোজগারের নতুন পথ খুঁজে নিতে। বর্তমানে মোম বাটিক শিল্পে শাড়ি তৈরি করে শুধু নিজে নয়, আর্থিক স্বনির্ভরতার পাঠ দিচ্ছে এলাকাবাসীকে।
তাঁত কিংবা সিল্ক যে কোনও শাড়ির ওপর হাতের তুলির টানে বিভিন্ন ডিজাইন ফুটিয়ে তোলেন তিনি, কোথাও রয়েছে বাঁকুড়ার পোড়ামাটির কারুকার্য, কোথাও বা সিল্কের ওপর শান্তিনিকেতনের ডট আঁজি দিয়ে নকশা ফুটিয়ে তোলেন তিনি। কোথাও বা মধুবনী নকশা, আবার রবীঠাকুরের ছবি কিংবা দূর্গা প্রতিমা-সহ বিভিন্ন নকশা ফুটিয়ে তোলেন বিভিন্ন শাড়িতে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বাসিন্দা নবকুমার পাল, তিনি ছোটো থেকেই ছবি আঁকায় পটু ছিলেন, আর তা থেকেই ধীরে ধীরে তুলির টানে হাতের কারুকাজের দ্বারা শাড়ি, উত্তরীয়, চাদরে আল্পনা আঁকেন তিনি। বর্তমানে তিনি শুধু নিজে না এলাকাবাসীর মানুষকে স্বনির্ভর করেছে।
advertisement
আরও পড়ুন: দেবতা লৌকিক, বিশ্বাস অটুট! দক্ষিণ ২৪ পরগনায় শুরু হল বারাঠাকুরের ধুমধাম পুজো, অদেখা রূপে মুগ্ধ অনেকেই
advertisement
এ বিষয়ে নবকুমার পাল জানান, ‘ছোট থেকেই তুলির প্রতি একটা টান ছিল। শাড়িতে আঁকি-বুকি করেই স্বনির্ভরতার পথ খুঁজে পেয়েছি। অর্ডার অনুযায়ী শাড়িতে নানা রকমের কারুকার্য ফুটিয়ে তোলা হয়। শান্তিনিকেতনী ঘরনার, পাশাপাশি মধুবনী সহ নানা শিল্প মাধ্যম শাড়িতে ফুটিয়ে তোলা হয়। বর্তমানে সারা দিনে সাত থেকে আটটা শাড়িতে আঁকার কাজ হয়। আমাকে দেখে আশেপাশের মানুষ যেন এই কাজ করে সফল হচ্ছেন।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৌচাক থেকে তৈরি করা মধু মোম দিয়েই মোমবাটিক দ্বারা শাড়িতে আঁকিবুঁকি করে তৈরি করা হয় বিভিন্ন নকশা। সেই ডিজাইনের ওপর বিভিন্ন রং এর দ্বারা তৈরি করা হয় নিত্যনতুন শাড়ি। নিজের দীর্ঘ পুরানো দিনের মাটির বাড়ির বারান্দায় বসে শাড়িতে আল্পনা আঁকেন তিনি, তবে তুলি হাতে তাঁকে সহযোগিতা করেন তাঁর সহধর্মিণী শিবানী পাল। দুজনের ছোট্ট সংসার, এই মোমবাটিকের কাজেই সংসার চলে তাঁর, এমনকি এই কাজ করেই দুই মেয়েকে বিয়ে দিয়েছেন তিনি। বয়সের ভার তাঁকে থামাতে পারেনি, একটানা বসে সারাদিনে সাত থেকে আটখানা শাড়িতে আঁকিবুঁকি করে আল্পনা আঁকেন তিনি। আর এভাবেই চলছে নবকুমার পালের ছোট্ট সংসার।
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Jan 24, 2026 1:56 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Success Story: শূন্য থেকে শিখরে! তুলির টানেই ভাগ্য বদল ভগবানপুরের নবকুমারের, আজ যিনি সফল ব্যবসায়ীর পাশাপাশি অন্যদের অনুপ্রেরণাও









