advertisement

Padma Shri Award 2026: কালনার জয়জয়কার, একসঙ্গে দু'জন পাচ্ছেন পদ্মশ্রী! খুশির জোয়ারে ভাসছে গোটা জেলা, ছুটে গেলেন মন্ত্রী

Last Updated:

East Bardhaman Padma Shri Award: সাঁওতালি সাহিত্য ও হস্তচালিত মসলিন শিল্পে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি পাচ্ছেন কালনার দুই বাসিন্দা।

পদ্মশ্রী প্রাপকের সঙ্গে মন্ত্রী
পদ্মশ্রী প্রাপকের সঙ্গে মন্ত্রী
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায়: সাঁওতালি সাহিত্য ও হস্তচালিত মসলিন শিল্পে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি পাচ্ছেন কালনার দুই বাসিন্দা। একই বছরে পূর্ব বর্ধমান জেলার দু’জনকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে। যা এক রেকর্ড। সাঁওতালি সাহিত্যে অবদানের জন্য রবিলাল টুডু এবং হস্তচালিত মসলিনে ব্যতিক্রমী কৃতিত্বের জন্য জ্যোতিষ দেবনাথ পাচ্ছেন এই সম্মান।
৭৭ বছর বয়সের রবিলাল টুডু কালনার বাদলার নোয়াড়ার বাসিন্দা। ছাত্রজীবন থেকেই নাট্যচর্চা শুরু করেছিলেন। পরবর্তী সময়ে শুরু হয় সাহিত্য রচনা। তিনি পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। অন্যদিকে হস্তচালিত মসলিনে ব্যতিক্রমী কৃতিত্বের জন্য ‘পদ্মশ্রী’ পাচ্ছেন কালনা শহরের বারুইপাড়ার বাসিন্দা ৬৭ বছরের জ্যোতিষ দেবনাথ।
advertisement
advertisement
তাঁর বাবা কৃষ্ণমোহন দেবনাথ ছিলেন জামদানির শিল্পী। বাংলাদেশের নোয়াখালি থেকে ১৯৪৭-এ বাবা চলে এসেছিলেন কালনার গোদা অন্নদায়। ৬-৭ বছর বয়স থেকেই জামদানির হাতেখড়ি জ্যোতিষ দেবনাথের। কিশোর বয়সেই জামদানির উপরে ভাল দখল এসে যায় তাঁর। তিনিও পাবেন রাষ্ট্রপতির এই পুরস্কার।
advertisement
এই ঘোষণার পর এদিন সোমবার দুজনের বাড়িতে হাজির হন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্র এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। দুজনকেই শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই খুশির আবহ কালনা সহ গোটা জেলা জুড়ে। জেলা থেকে একসঙ্গে দুজনের এই স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Padma Shri Award 2026: কালনার জয়জয়কার, একসঙ্গে দু'জন পাচ্ছেন পদ্মশ্রী! খুশির জোয়ারে ভাসছে গোটা জেলা, ছুটে গেলেন মন্ত্রী
Next Article
advertisement
Kedarnath Badrinath Temple Rules: কেদারনাথ, বদ্রীনাথ ধামে অহিন্দুদের প্রবেশ নিষেধ! সিদ্ধান্ত নিতে চলেছে মন্দির কমিটি
কেদারনাথ, বদ্রীনাথ ধামে অহিন্দুদের প্রবেশ নিষেধ! সিদ্ধান্ত নিতে চলেছে মন্দির কমিটি
  • কেদারনাথ, বদ্রীনাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধ৷

  • সিদ্ধান্ত মন্দির কমিটির, প্রস্তাব অনুমোদনের অপেক্ষা৷

  • ২৩ এপ্রিল পুণ্যার্থীদের জন্য খুলবে বদ্রীনাথ মন্দির৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement