East Bardhaman News: বর্ধমানের বুকে এক টুকরো আমাজন, স্পেশাল কালেকশন দেখে স্বর্গের হদিস পেলেন গাছপ্রেমীরা! না দেখলে পস্তাবেন
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
East Bardhaman News: নতুন প্রজন্মকে প্রকৃতির কাছাকাছি ফিরিয়ে নতুন উদ্যোগ,পাহাড় থেকে সমতলের নানান গাছের সম্ভার এক জায়গায়।
বর্ধমান, সায়নী সরকার: কংক্রিটের যুগে নতুন প্রজন্মকে প্রকৃতির কাছাকাছি ফিরিয়ে আনতে ও গাছ প্রেমী করে তুলতে বিশেষ উদ্যোগ পূর্ব বর্ধমানে। পাহাড় থেকে সমতলে ভূমির নানান গাছের সম্ভার একই জায়গায়। ৫০০টি প্রজাতির ২২০০ টিও বেশি গাছ রয়েছে এখানে। এক সঙ্গে নানান প্রজাতির গাছ দেখতে ছুটে আসছেন বীরভূম, হুগলি সহ নানান জেলার থেকে গাছপ্রেমী মানুষরা। আর শুধু গাছ প্রদর্শনই নয় থেকে কোনটি কি প্রজাতির গাছ চেনানো থেকে শুরু করে পরিচর্যার পাঠও দেওয়া হল এখানে।
বর্ধমান শহরের খোসবাগানের জাতীয় সংঘের মাঠে হাজারও গাছের সম্ভার। প্রায় ২২০০-টিও বেশি বিভিন্ন ধরণের গাছ নিয়ে এসেছেন গাছ গ্রুপের সদস্যরা। বিভিন্ন ধরণের ক্যাকটাস, ফল ও ফুলের গাছ ছাড়াও রয়েছে বিরল প্রকৃতির বিভিন্ন গাছ। আনা হয়েছে বিভিন্ন ভেষজ গাছও। যা দেখতে ছুটে আসছেন গাছ প্রেমী মানুষেরা। ভবিষ্যৎ প্রজন্মকে সবুজমুখী করে তুলতেই এই বিশেষ উদ্যোগ। গাছ গ্রুপের সদস্যরা তাদের নিজেদের বিভিন্ন গাছ নিয়ে হাজির হয়েছেন এখানে।
advertisement
আরও পড়ুন: বারাসাতের পাশে বসে নিপাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন এঁরা, হাজার হাজার বাদুড়ের সঙ্গে ঘরকন্না! দেখে শিউরে উঠছে গোটা রাজ্য
আর তার টানেই শুধু পূর্ব বর্ধমান জেলা নয়, বিভিন্ন জেলা থেকেও ছুটে আসছেন গাছ-প্রেমীরা। উদ্যোক্তা গাছ মাস্টার অরূপ চৌধুরী বলেন, ২ বছর অন্তর আমরা এই রূপ কর্মকাণ্ডের আয়োজন করে থাকি। এবছর প্রায় ২২০০ গাছ নিয়ে আসা হয়েছে। পাহাড় থেকে সমতলে ভূমির নানান গাছ, যা গাছ প্রেমী মানুষেরা বাড়িতে পরিচর্যা করেন সেই গাছ এখানে আনা হয়েছে। ২০২৪ সালে প্রথম গাছ গ্রুপ শুরু হয়। তখন থেকেই গাছপ্রেমী মানুষরা তাদের বাড়িতে চরম উদ্যোগ নিয়ে গাছ তৈরি করছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও নানান ইন্ডোর গাছও রয়েছে। এইসব গাছ দেখে আরও মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। এ অভিনব উদ্যোগের প্রধান উদ্দেশ্যই হল যান্ত্রিকতার যুগে মানুষকে প্রকৃতির কাছাকাছি ফিরিয়ে আনা। বিশেষ করে খুদে পড়ুয়া ও নতুন প্রজন্মের কাছে গাছের প্রয়োজনীয়তা তুলে ধরতে হাতে-কলমে পরিচর্যার পাঠ দেওয়া। এই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে যদি সকলে একটি করেও গাছ লাগান এবং তার পরিচর্যা করেন, তাহলে ভবিষ্যতে আমাদের পরিবেশ আরও সুন্দর হয়ে উঠবে।
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Jan 15, 2026 10:11 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: বর্ধমানের বুকে এক টুকরো আমাজন, স্পেশাল কালেকশন দেখে স্বর্গের হদিস পেলেন গাছপ্রেমীরা! না দেখলে পস্তাবেন







