NIPAH Virus: বারাসাতের পাশে বসে নিপাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন এঁরা, হাজার হাজার বাদুড়ের সঙ্গে ঘরকন্না! দেখে শিউরে উঠছে গোটা রাজ্য
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Badurtala NIPAH Virus: নিপা ভাইরাসের আতঙ্কের মাঝেই বাদুড়তলায় সহাবস্থান মানুষ ও বাদুরের! অথচ কয়েক কিলোমিটার দূরেই আক্রান্ত রোগী।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বারাসাত জুড়ে নিপা আতঙ্কের মধ্যেই বাদুড়ের সঙ্গে এমন সহাবস্থান! চিকিৎসাধীন ওই রোগীদের থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই মধ্যমগ্রামের বাদুড়তলায় নেই সতর্কতার চিহ্ন। বারাসতের একটি বেসরকারি হাসপাতালে যখন নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই নার্স চিকিৎসাধীন। সেই খবর প্রকাশ্যে আসতেই রাজ্য জুড়ে বাড়ছে উদ্বেগ। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বাদুড়ের খাওয়া ফল বা দূষিত ফলের রস থেকেই সাধারণত নিপা ভাইরাস ছড়ায়। সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রী নিজেও সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন।
এই পরিস্থিতিতে ঠিক উল্টো ছবি ধরা পড়ল মধ্যমগ্রামের বাদুড়তলায়। নিপা সংক্রমণের খবর জানা সত্ত্বেও সেখানে নেই বিশেষ কোনও সতর্কতা বা আতঙ্ক। বছরের পর বছর ধরে হাজার হাজার বাদুড়ের সঙ্গে স্বাভাবিক সহাবস্থানে রয়েছেন এলাকার বাসিন্দারা। মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাদু রোড ধরে আবদালপুর পেরোলেই পড়ে পাটুলি বাদুড়তলা, মধ্যমগ্রাম পুরসভার ৩ নম্বর ওয়ার্ড। প্রায় ২০০ বছরের প্রাচীন একটি বিশাল বটগাছের শাখা-প্রশাখায় আশ্রয় নিয়েছে সহস্রাধিক বাদুড়। এই বটগাছকে ঘিরেই এলাকাটির নামকরণ ‘বাদুড়তলা’।
advertisement
আরও পড়ুন: কোর্ট-কাচারি না গিয়েই মিলছে আইনি সমাধান, জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামে ‘মসিহা’ এই গৃহবধূ! পেয়েছেন বড় পুরস্কার
চারপাশে ঘনবসতি, মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস। এলাকায় গিয়ে দেখা যায়, বটগাছের ডাল থেকে ঝুলে থাকা বাদুড়, সন্ধ্যায় তাদের উড়ে যাওয়া ও ভোরে ফিরে আসা, সবই এলাকাবাসীর কাছে নিত্যদিনের চেনা দৃশ্য। রাস্তায় মানুষের স্বাভাবিক যাতায়াত, কোথাও মাস্ক বা বিশেষ সতর্কতার চিহ্ন নেই। বটগাছের পাশেই একটি বাড়ির সামনে বসে সেলাইয়ের কাজ করতে দেখা গেল তানজিরা খাতুনকে। স্থানীয় বাসিন্দা আনসার আলীর কথায়, বারাসতে দু’জন আক্রান্ত হয়েছে শুনেছি। কিন্তু এখানে বাদুড়ের সঙ্গে থাকতে আমাদের কোনও সমস্যা হয়নি। আগে যেমন ছিল, এখনও তেমনই আছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আর এক বাসিন্দা আব্দুল শেখ জানান, বাপ-ঠাকুরদার আমল থেকেই এই বটগাছ আর পাশের আমগাছে বাদুড় রয়েছে। বিষয়টা আমাদের কাছে স্বাভাবিক। মধ্যমগ্রাম পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওই বটগাছকে ঘিরে একটি বায়োডাইভারসিটি পার্ক গড়ে তোলা হয়েছে। বর্তমান সংক্রমণ পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। প্রয়োজন হলে জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনা করে বাসিন্দাদের সচেতন করতে প্রচার চালানো হবে বলে জানানো হয়েছে। নিপা আতঙ্কের আবহে বাদুড়তলায় এই সচেতনতা-হীন স্বাভাবিক জীবনযাপন ঘিরেই উঠছে প্রশ্ন!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 15, 2026 3:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
NIPAH Virus: বারাসাতের পাশে বসে নিপাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন এঁরা, হাজার হাজার বাদুড়ের সঙ্গে ঘরকন্না! দেখে শিউরে উঠছে গোটা রাজ্য











