Howrah News: চলবে মেরামতি! ফের রবিবার সকাল থেকে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ক'টা পর্যন্ত? জেনে নিন
- Reported by:RAKESH MAITY
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
রবিবার সকাল থেকে কয়েক ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, বিজ্ঞপ্তি কলকাতা পুলিশ ও হাওড়া সিটি পুলিশের।
হাওড়া, রাকেশ মাইতি: আবারও বন্ধ দ্বিতীয় সেতু বা হুগলি সেতু! রবিবার রবিবার ১৮ ই জানুয়ারি সকাল থেকে কয়েক ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। টানা কয়েক ঘন্টা বন্ধ থাকতে চলেছে। দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। মেরামত কাজের জন্য সকাল থেকে ৮ ঘন্টা বন্ধ থাকবে বলেই জানা যাচ্ছে বিজ্ঞপ্তিতে।
দীর্ঘ মেয়াদী ব্রিজ সংস্করণ কাজ জারি রয়েছে। সেই কাজেরই অঙ্গ হিসাবে এ দিন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে এমনই বিজ্ঞপ্তি পুলিশের। বিদ্যাসাগর সেতুর তারের এবং বিয়ারিং ইত্যাদি প্রতিস্থাপন-সহ নানা কাজের কারণে যান চলাচল বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে।
advertisement
advertisement
সকাল থেকে প্রায় ৮ ঘণ্টা ব্রিজ মেরামতি কাজ চলবে। সেই সময় হাওড়া থেকে কলকাতা, একই ভাবে কলকাতা থেকে হাওড়া বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু হয়ে যান চলাচল নির্দিষ্ট সময় নিষেধাজ্ঞা থাকছে।
এইচআরবিসিস সংস্থা সেতুর রক্ষণাবেক্ষণ কাজের জন্য যান চলাচল বন্ধ থাকবে। বিদ্যাসাগর সেতুর কেবল এবং বিয়ারিং মেরামতির কারণে রবিবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ যান চলাচল। এমনটাই জানানো হয়েছে, কলকাতা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের তরফে। মেদনীপুর ও হুগলি বর্ধমান সহ বিভিন্ন জেলা থেকে আসা যানবাহন, এই নির্দিষ্ট সময়ে হাওড়া হয়ে দ্বিতীয় সেতু ব্যবহার করে কলকাতা যেতে পারবে না। দ্বিতীয় সেতুর পরিবর্তে, নিবেদিতা সেতু এবং রবীন্দ্র সেতু ব্যবহার করে যাতায়াত করতে পারবে যানবাহন গুলি।
Location :
Hugli,West Bengal
First Published :
Jan 17, 2026 12:09 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: চলবে মেরামতি! ফের রবিবার সকাল থেকে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ক'টা পর্যন্ত? জেনে নিন











