Darjeeling News: দেশি পিস্তল নিয়ে এলাকায় ঘোরাঘুরি! খবর পেতেই হানা দিল পুলিশ, গ্রেফতার এক নাবালক
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Darjeeling News: ভয় দেখানো নাকি এলাকায় আধিপত্য বিস্তার করতে এই পিস্তল আনা হয়েছে, সেটার তদন্ত শুরু করেছে পুলিশ।
খড়িবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্রঃ দেশি পিস্তল ও কার্তুজ সহ গ্রেফতার এক নাবালক। দার্জিলিংয়ের খড়িবাড়ির গুরুদয়াল জোতে ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, এলাকায় পিস্তল নিয়ে এক যুবকের ঘোরাঘুরি করার খবর পেয়েছিল খড়িবাড়ি থানার পুলিশ। সেই মতো হানা দেয় তাঁরা। সেই অভিযানেই বাজেয়াপ্ত করা হয় পিস্তল এবং গ্রেফতার হন এক নাবালক। ধৃতকে রবিবার দার্জিলিং জুভেনাইল আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর, বিহারের কাটিহারের বাসিন্দা সুশান্ত পাসোয়ান তাঁর আত্মীয়ের বাড়িতে এই পিস্তল নিয়ে এসে এলাকায় ঘোরাঘুরি শুরু করেছিলেন। পরে তাঁর এক নাবালক আত্মীয়কে হাতে দিয়ে ভয়ের পরিস্থিতি সৃষ্টি করেন। সেখান থেকেই এই বিষয়ে খবর পেয়ে হানা দেয় খড়িবাড়ি থানার পুলিশ।
আরও পড়ুনঃ গভীর রাতে হাবরায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! তিনটি চাল বোঝাই গাড়িতে আগুন, জ্বলল একটি বাড়িও
এই অবস্থায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্ত সুশান্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে সেখান থেকে সুশান্তের ওই নাবালক আত্মীয়ের হাতে পিস্তল ও কার্তুজ পাওয়া যায়। এরপর তাঁকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
advertisement
ভয় দেখানো নাকি এলাকায় আধিপত্য বিস্তার করতে এই পিস্তল আনা হয়েছে, সেটার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। ধৃত নাবালককে আজ দার্জিলিং জুভেনাইল আদালতে তোলা হবে। অন্যদিকে পলাতক সুশান্তের খোঁজ শুরু করেছে পুলিশ।
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
Jan 18, 2026 8:58 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Darjeeling News: দেশি পিস্তল নিয়ে এলাকায় ঘোরাঘুরি! খবর পেতেই হানা দিল পুলিশ, গ্রেফতার এক নাবালক









