advertisement

Bankura Puabagan Migratory Birds: বিদায়বেলায় শীত, তবুও ফিরল না 'হুইসেল ডাক'! নিঃশব্দ বাঁকুড়ার পুয়াবাগান, মন খারাপ সকলের

Last Updated:

Bankura Puabagan Migratory Birds: শীতের মরশুম শেষ হতে চললেও বাঁকুড়ার পুয়াবাগানে দেখা মিলল না পরিযায়ী পাখিদের। সাইবেরিয়ার সেই পরিচিত পাখির ডাক ছাড়াই কাটল গোটা ঋতু। কেন এবার পথ ভুলল ভিনদেশি অতিথিরা? পড়ুন বিস্তারিত রিপোর্ট।

+
ফাঁকা

ফাঁকা পুকুর

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: প্রতিবছর শীত নামলেই বাঁকুড়া শহর সংলগ্ন পুয়াবাগানের উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বর যেন এক অন্য রূপে সেজে ওঠে। কলেজের বিরাট পুকুরে দূর সাইবেরিয়া থেকে উড়ে আসে বালি হাঁস বা হুইসেল ডাক নামে পরিচিত অতিথি পাখির দল। তাদের ডানার ঝাপটানি, দলবদ্ধ উড়ান আর জলে ভেসে থাকা দৃশ্য শীতের এক অনন্য সৌন্দর্য এনে দেয় এই ক্যাম্পাসে। ছাত্রছাত্রী, শিক্ষক ও স্থানীয় মানুষ সকলেই অপেক্ষা করেন এই পরিযায়ী পাখিদের আগমনের জন্য। কিন্তু এবছর শীত প্রায় শেষের পথে, অথচ সেই চেনা ডাক আর জলের ওপর ভেসে থাকা পাখির ঝাঁক আর দেখা গেল না।
এই অপ্রত্যাশিত অনুপস্থিতিতে মনখারাপ কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে পড়ুয়াদেরও। কলেজ চত্বরে প্রতিদিন সকাল-সন্ধ্যায় পুকুরপাড়ে ভিড় জমত শুধু পাখিদের এক ঝলক দেখার জন্য। অনেক ছাত্রছাত্রী তাদের মোবাইল ক্যামেরায় সেই দৃশ্য বন্দি করত, কেউ কেউ প্রজেক্ট ও পরিবেশ বিষয়ক গবেষণার তথ্য সংগ্রহ করত। এবছর সেই চিত্র বদলে গেছে। ফাঁকা পুকুর আর নীরব পরিবেশ যেন সকলকে মনে করিয়ে দিচ্ছে, প্রকৃতির ভারসাম্যে কোথাও যেন বড়সড় পরিবর্তন ঘটছে।
advertisement
advertisement
এ বিষয়ে কলেজের চেয়ারম্যান শশাঙ্ক দত্ত বলেন, “সকলের মন খুব খারাপ। প্রতিবছর শীতকালে পুকুরটা ভরে থাকে হুইসেল ডাকে, কিন্তু এইবার তারা কেন এল না, তা আমরা বুঝতে পারছি না।” তিনি আরও জানান, জল ও পরিবেশের মান আগের মতোই রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে জলবায়ু ও ঋতুচক্রের হঠাৎ পরিবর্তনই সম্ভবত এই ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিশেষজ্ঞদের মতে, পরিযায়ী পাখিদের যাত্রাপথ নির্ভর করে তাপমাত্রা, খাদ্যের প্রাপ্যতা ও নিরাপদ আশ্রয়ের ওপর। সাম্প্রতিক বছরগুলিতে বিশ্বজুড়ে ঋতু পরিবর্তনের অস্বাভাবিকতা, তাপমাত্রার ওঠানামা ও আবহাওয়ার চরমতা এই পাখিদের অভ্যাসে প্রভাব ফেলছে। বাঁকুড়ার পুয়াবাগানের এই নীরবতা তাই শুধু একটি কলেজ ক্যাম্পাসের নয়, বরং প্রকৃতির এক বড় সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura Puabagan Migratory Birds: বিদায়বেলায় শীত, তবুও ফিরল না 'হুইসেল ডাক'! নিঃশব্দ বাঁকুড়ার পুয়াবাগান, মন খারাপ সকলের
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement