advertisement

Banglar Bari: দুঃস্থ পরিবারের মাথার উপর পাকা ছাদ! 'বাংলার বাড়ি' প্রকল্প নিয়ে নয়া খবর, কয়েক হাজার সংসারে খুশির জোয়ার

Last Updated:

Banglar Bari: কুঁড়ে ঘরে বসবাসকারী পরিবারগুলির মুখে এবার হাসি ফুটতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে আরও ২০ লক্ষ বাড়ি নির্মাণের জন্য অর্থ বরাদ্দের ঘোষণা করেছেন।

কাগজপত্র তুলে দেওয়া হচ্ছে
কাগজপত্র তুলে দেওয়া হচ্ছে
রাজু সিং, ঝাড়গ্রামঃ খড়-মাটি অতীত, এবার পূরণ হতে চলেছে পাকা ঘরের স্বপ্ন। জঙ্গলমহলের গরিব-দুঃখী পরিবারগুলিতে এখন খুশির হাওয়া। ‘বাংলার বাড়ি-২’ প্রকল্পের মাধ্যমে তাঁদের মাথার উপর স্থায়ী ছাদের ব্যবস্থা করা হচ্ছে। জঙ্গলমহলে কুঁড়ে ঘরে বসবাসকারী পরিবারগুলির মুখে এবার হাসি ফুটতে চলেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে আরও ২০ লক্ষ বাড়ি নির্মাণের জন্য অর্থ বরাদ্দের ঘোষণা করেছেন। সেই ঘোষণার সঙ্গেই বুধবার ভার্চুয়াল মাধ্যমে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ঝাড়গ্রাম জেলার প্রায় ২২,৮৭৩ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার বিনপুর ১ ব্লকের বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের বাড়িতে গিয়ে মানপত্র ও কাগজপত্র তুলে দেন বিনপুর ১ ব্লকের বিডিও অনল সরকার।
advertisement
আরও পড়ুনঃ পর্যটকে ঠাসা মুকুটমণিপুরে অগ্নিকাণ্ড! কংসাবতী তীরে আগুনে কাঁপল পর্যটনকেন্দ্র, গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে বিপত্তি
বিনপুর ১ ব্লকে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তার সংখ্যা ২০১৪। বিডিও নিজে তাঁদের বাড়ি গিয়ে কাগজপত্র তুলে দেওয়ায় খুশি ওই পরিবারগুলি। মানপত্র তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের তাড়াতাড়ি বাড়ি শুরু করার নির্দেশও দেন বিডিও।
advertisement
advertisement
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাংলার বাড়ি প্রকল্পে জেলার মধ্যে সবচেয়ে বেশি উপভোক্তার নাম রয়েছে ঝাড়গ্রাম ব্লকে। সবচেয়ে কম উপভোক্তা রয়েছেন গোপীবল্লভপুর–২ ব্লকে। প্রশাসনের তথ্য অনুযায়ী, ঝাড়গ্রাম জেলায় বাংলার বাড়ি প্রকল্পে প্রথমে মোট উপভোক্তার সংখ্যা ছিল ৫০,৬৭১ জন। পরবর্তীতে সমীক্ষার মাধ্যমে যাচাই করে ৪৪,৫৯৮ জনের নাম চূড়ান্ত করা হয়। এর মধ্যে প্রথম পর্যায়ে ২১,৪০৯ জন উপভোক্তা বাড়ি নির্মাণের অর্থ পেয়েছেন।
advertisement
জেলা প্রশাসন জানিয়েছে, প্রথম পর্যায়ে অর্থপ্রাপ্ত উপভোক্তাদের মধ্যে প্রায় ৯৮ শতাংশের বাড়ির নির্মাণের কাজ লিন্টেন পর্যায় পর্যন্ত সম্পন্ন হয়েছে। যাঁদের বাড়ি লিন্টেন পর্যায়ে পৌঁছেছে, তাঁরা দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা পেয়েছেন। ইতিমধ্যেই প্রায় ৯৬ শতাংশ বাড়ি নির্মাণ সম্পূর্ণ হয়ে গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Banglar Bari: দুঃস্থ পরিবারের মাথার উপর পাকা ছাদ! 'বাংলার বাড়ি' প্রকল্প নিয়ে নয়া খবর, কয়েক হাজার সংসারে খুশির জোয়ার
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement