Anandapur Fire Incident: চেনার উপায় নেই...মিলল আগুনে ঝলসানো ৮ দেহ, মৃত্যপুরী আনন্দপুর! নিখোঁজ বেড়ে ২৫
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
যে সব পরিবার এখনও পর্যন্ত নিখোঁজের তথ্য লিখিয়েছেন, তাঁদের সকলকে আগামিকাল, মঙ্গলবার নরেন্দ্রপুর থানায় গিয়ে DNA দেওয়ার জন্য জানানো হচ্ছে পুলিশের তরফে। DNA পরীক্ষার মধ্যে দিয়ে দেহ সনাক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আনন্দপুর: আনন্দপুর অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৮ জনের দেহের হদিস মিলল বলে জানাল প্রশাসন৷ পাশাপাশি, বেড়েছে নিখোঁজের সংখ্যা৷ পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত ২৫ জনের নিখোঁজ সংক্রান্ত তথ্য নথি বদ্ধ হয়েছে। অগ্নিদগ্ধ দেহগুলি সম্পূর্ণ ঝলসে গিয়েছে বলে শনাক্ত করার পরিস্থিতি নেই বলে জানিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে মধ্য়ে ১৭ জন কর্মী ডেকরেটার্স সংস্থার এবং বাকি ৩ জন মোমো প্রস্তুতকারী সংস্থার৷
যে সব পরিবার এখনও পর্যন্ত নিখোঁজের তথ্য লিখিয়েছেন, তাঁদের সকলকে আগামিকাল, মঙ্গলবার নরেন্দ্রপুর থানায় গিয়ে DNA দেওয়ার জন্য জানানো হচ্ছে পুলিশের তরফে। DNA পরীক্ষার মধ্যে দিয়ে দেহ সনাক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
advertisement
advertisement
সোমবার ভোর রাত ৩টে নাগাদ আগুন লাগে আনন্দপুরের নাজিরাবাদের শুকনো খাবারের গুদামে৷ আনন্দপুরের নাজিরাবাদের ওই গুদামে মূলত শুকনো, প্যাকেটজাত খাবার মজুত করা থাকত। মজুত রাখা হত ঠান্ডা পানীয়ের বোতলও। কী ভাবে সেখানে আগুন লাগল, এখনও স্পষ্ট নয়।
মনে করা হচ্ছে, গুদামের ভিতরে থাকা কর্মীদের গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে এই ঘটনা ঘটে৷ দ্রুত ছড়িয়ে পড়ে আগুন৷ পর পর দু’টি গুদামে আগুন লেগেছিল। মধ্যরাতে গুদামে ধোঁয়া দেখতে পেয়ে কয়েক জন দমকলকে খবর দেন।
advertisement
সরু গলির ভিতরে গুদাম হওয়ায় প্রাথমিক ভাবে দমকলকে আগুন নেভানোর জন্য সমস্যায় পড়তে হয়েছিল। লম্বা পাইপ এনে জল দিতে হয়। বিকেলের দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে৷ তবে তারপরেও ধিকি ধিকি জ্বলছিল আগুন৷
advertisement
এদিন ঘটনাস্থলে পৌঁছে সব কিছু দেখিয়ে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ বলেন, ‘‘আমরা সকলের সঙ্গে আছি৷ জেসিবি আসছে৷ বিভ্রান্তি না ছড়ানোর জন্য কতজন নিখোঁজ বলা যায় না৷ যাবতীয় সহযোগিতা করা হবে ৷ মুখ্যমন্ত্রী পাশে থেকেছেন৷ সরকারের তরফে সহায়তা করা হবে৷’’
Location :
West Bengal
First Published :
Jan 26, 2026 7:36 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Anandapur Fire Incident: চেনার উপায় নেই...মিলল আগুনে ঝলসানো ৮ দেহ, মৃত্যপুরী আনন্দপুর! নিখোঁজ বেড়ে ২৫










