advertisement

Anandapur Fire Incident: বাকিরা কোথায়?...এখনও খোঁজ নেই ২০ জনের! আনন্দপুরে হাহাকার, জতুগৃহে ঝলসে মৃত ৩

Last Updated:

কর্মীরা যাঁরা থাকেন, তাঁদের রান্নার গ্যাস বিস্ফোরণ হয়েছে বলেও জানা যাচ্ছে। মোট ১২টি ইঞ্জিন কাজ করছে। কারখানায় অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকলেও তা কতটা কাজ করেছে তা নিয়ে সন্দেহ প্রকাশ দমকল আধিকারিকের। দমকল আধিকারিক, কর্মীরা ও নরেন্দ্রপুর থানার পুলিশ যে সব অংশে আগুন নেভানো সম্ভব হয়েছে সেখানে সার্চ অপারেশনের জন্য ঢুকেছেন।

News18
News18
আনন্দপুর: সোমবার ভোররাত ৩টে নাগাদ লেগেছিল আগুন৷ তারপর ১২ ঘণ্টা কেটে গিয়েছে৷ এখনও সম্পূর্ণরূপে আয়ত্তে আসেনি আনন্দপুরের আগুন৷ পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন এলাকার সাংসদ সায়নী ঘোষ৷ আনন্দপুরের গোডাউনে আগুনের ঘটনায় ভোররাত থেকে আগুন নেভানোর কাজ চলছে৷ বারুইপুর জেলার পুলিশ সুপার সুভেন্দ্র কুমার জানিয়েছেন ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু নিশ্চিত করা গিয়েছে৷ নিখোঁজ ঘটনাস্থলে থাকা আরও ২০ কর্মী৷
এদিন ঘটনাস্থলে পৌঁছে সব কিছু দেখিয়ে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ বলেন, ‘‘আমরা সকলের সঙ্গে আছি৷ জেসিবি আসছে৷ বিভ্রান্তি না ছড়ানোর জন্য কতজন নিখোঁজ বলা যায় না৷ যাবতীয় সহযোগিতা করা হবে ৷ মুখ্যমন্ত্রী পাশে থেকেছেন৷ সরকারের তরফে সহায়তা করা হবে৷’’
advertisement
advertisement
আনন্দপুরের নাজিয়াবাদে রাত ৩টে নাগাদ আগুন লাগে একটি গোডাউনে। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি আরও বেশ কিছু গোডাউনে৷ ডিভিশনাল ফায়ার অফিসার সুদীপ্ত বিট জানান, গোডাউনের পিছনের অংশেও আগুন লাগে৷ বেশ কিছু গোডাউন বাঁচান গিয়েছে। তবে লোক আটকে পড়েছে বলে দমকলের কাছে খবর।
কর্মীরা যাঁরা থাকেন, তাঁদের রান্নার গ্যাস বিস্ফোরণ হয়েছে বলেও জানা যাচ্ছে। মোট ১২টি ইঞ্জিন কাজ করছে। কারখানায় অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকলেও তা কতটা কাজ করেছে তা নিয়ে সন্দেহ প্রকাশ দমকল আধিকারিকের। দমকল আধিকারিক, কর্মীরা ও নরেন্দ্রপুর থানার পুলিশ যে সব অংশে আগুন নেভানো সম্ভব হয়েছে সেখানে সার্চ অপারেশনের জন্য ঢুকেছেন।
advertisement
আনন্দপুরের নাজিরাবাদের গুদামে শুকনো,খাবার মজুত করা থাকত। কী ভাবে সেখানে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Anandapur Fire Incident: বাকিরা কোথায়?...এখনও খোঁজ নেই ২০ জনের! আনন্দপুরে হাহাকার, জতুগৃহে ঝলসে মৃত ৩
Next Article
advertisement
Kedarnath Badrinath Temple Rules: কেদারনাথ, বদ্রীনাথ ধামে অহিন্দুদের প্রবেশ নিষেধ! সিদ্ধান্ত নিতে চলেছে মন্দির কমিটি
কেদারনাথ, বদ্রীনাথ ধামে অহিন্দুদের প্রবেশ নিষেধ! সিদ্ধান্ত নিতে চলেছে মন্দির কমিটি
  • কেদারনাথ, বদ্রীনাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধ৷

  • সিদ্ধান্ত মন্দির কমিটির, প্রস্তাব অনুমোদনের অপেক্ষা৷

  • ২৩ এপ্রিল পুণ্যার্থীদের জন্য খুলবে বদ্রীনাথ মন্দির৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement