Akhilesh Yadav Slams BJP: 'বাংলায় বিজেপির হার সময়ের অপেক্ষা!', কলকাতায় এসেই মমতার হয়ে সুর চড়ালেন অখিলেশ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Akhilesh Yadav Slams BJP: কলকাতায় পৌঁছে অখিলেশ এসআইআর-প্রশ্নে নির্বাচন কমিশন এবং বিজেপিকে তোপ দেগেছেন।
কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে চলতি বিতর্কের মধ্যেই কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চলেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। পারিবারিক একটি অনুষ্ঠানের জন্য স্ত্রী ডিম্পলকে নিয়ে সোমবার শহরে পৌঁছেছেন অখিলেশ।
সূত্রের খবর, নবান্নে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করতে যাওয়ার কথা তাঁর। কলকাতায় পৌঁছে অখিলেশ এসআইআর-প্রশ্নে নির্বাচন কমিশন এবং বিজেপিকে তোপ দেগেছেন। তাঁর বক্তব্য, ”বিহার, উত্তরপ্রদেশ বা পশ্চিমবঙ্গ, সর্বত্রই ভোটের সুযোগ বাড়ানোর বদলে ভোটার কেটে দেওয়া হচ্ছে। সব বিরোধী দলই এই প্রচেষ্টার প্রতিবাদ করছে। পশ্চিমবঙ্গেও এসআইআর-এর মাধ্যমে ষড়যন্ত্র সফল হবে না। বিজেপি ডিজিটাল ইন্ডিয়ার কথা বলে কিন্তু নির্বাচন কমিশন তাদের সফটওয়্যার এবং অ্যাপই বুঝে উঠতে পারছে না!”
advertisement
আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝায় তাপমাত্রার পারদ নামবে, বাংলায় শীত 2.0! কাঁপুনি কোন কোন জেলায়? ওয়েদার আপডেট
তাঁর দাবি, ”পশ্চিমবঙ্গে বিজেপি আবার হারবে! দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) কাছে ইডি আগে হেরেছিল, এখনও হেরেছে।” তৃণমূল কংগ্রেসের উপদেষ্টা সংস্থা আইপ্যাকে ইডি হানার প্রসঙ্গ ধরে অখিলেশের সংযোজন, ”দিদি ইডি-র পেন ড্রাইভ নিয়ে চলে এসেছেন। সেই পেন ভুলতে পারছে না বিজেপি!”
advertisement
advertisement
আরও পড়ুন: বাজার ছেয়ে গিয়েছে নকল মিষ্টি আলুতে, ডায়াবেটিসের রোগীরা খেলে মারাত্মক ক্ষতি হচ্ছে! কীভাবে সহজেই আসল রাঙা আলু চিনবেন জানুন
সোমবার কলকাতা বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব চিরাচরিত ভঙ্গিতেই বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক টেনে তিনি কটাক্ষ করেন কেন্দ্রীয় শাসকদলকে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 26, 2026 11:30 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Akhilesh Yadav Slams BJP: 'বাংলায় বিজেপির হার সময়ের অপেক্ষা!', কলকাতায় এসেই মমতার হয়ে সুর চড়ালেন অখিলেশ











