Accident: নিউটাউনে ভয়াবহ পথদুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা পিকআপ ভ্যানের, আহত চালক-খালাসি
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Accident: দাঁড়িয়ে থাকা একটি চারচাকা গাড়ির পিছনে সজোরে ধাক্কা মাল বোঝাই পিকআপ ভ্যানের। ঘটনা নিউটাউন বিশ্ব বাংলা সরণি ওয়েস্টিন হোটেলের কাছে। ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় পিকআপ ভ্যানটি।
নিউটাউন: দাঁড়িয়ে থাকা একটি চারচাকা গাড়ির পিছনে সজোরে ধাক্কা মাল বোঝাই পিকআপ ভ্যানের। ঘটনা নিউটাউন বিশ্ব বাংলা সরণি ওয়েস্টিন হোটেলের কাছে। ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় পিকআপ ভ্যানটি। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়ির মধ্যে আটকে পড়ে পিকআপ ভ্যানের চালক ও খালাসি। দুজনকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে পাঠায় নিউটাউন ট্রাফিক গার্ড এর পুলিশ।
আরও পড়ুনঃ ১ হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলা, কলকাতায় ভোর থেকে সিবিআই অভিযান
বুধবার মধ্যরাতে নিউটাউন বিশ্ব বাংলা গেটের দিক থেকে দ্রুতগতিতে কলকাতা এয়ারপোর্টের দিকে আসছিলো একটি মাল বোঝাই পিকআপ ভ্যান। সেইসময় ওয়েস্টিন হোটেলের কাছের দাঁড়িয়ে থাকা একটি চারচাকা গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। সজোরে ধাক্কা মারায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় পিকআপ ভ্যানটি।
advertisement
advertisement
পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যাওয়ায় গাড়ির মধ্যে আটকে পড়ে পিকআপ ভ্যানের চালক ও খালাসি। আহত দুজনকে পুলিশ উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পিকআপ ভ্যানটিকে আটক করেছে নিউটাউন ট্রাফিক গার্ড-এর পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 29, 2026 11:30 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident: নিউটাউনে ভয়াবহ পথদুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা পিকআপ ভ্যানের, আহত চালক-খালাসি











