CBI Raid: ১ হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলা, কলকাতায় ভোর থেকে সিবিআই অভিযান
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
CBI Raid: সাতসকালে কলকাতায় সিবিআই অভিযান চালিয়েছে। প্রায় ১ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে শহরের একাধিক জায়গায় তল্লাশি চলছে। একটি বেসরকারি সংস্থার কর্ণধার সুনীল কানোরিয়া অফিসে সিবিআই আধিকারিকরা পৌঁছন।
কলকাতাঃ সাতসকালে কলকাতায় সিবিআই অভিযান চালিয়েছে। প্রায় ১ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে শহরের একাধিক জায়গায় তল্লাশি চলছে। একটি বেসরকারি সংস্থার কর্ণধার সুনীল কানোরিয়া অফিসে সিবিআই আধিকারিকরা পৌঁছন। পাশাপাশি আলিপুরে কানোরিয়া পরিবারের বাড়িতেও তল্লাশি চালানো হয়।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের করা প্রায় ১ হাজার কোটি টাকার প্রতারণা মামলার তদন্তে এই অভিযান। ব্যাঙ্ক জালিয়াতি মামলাকে কেন্দ্র করে এই সিবিআই অভিযানে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 29, 2026 10:17 AM IST









