জঙ্গলের ভিতরে মূর্তি নদীতে স্নান করতে নেমেছিলেন তরুণ, বুনো হাতির আক্রমণে চলে গেল প্রাণ!

Last Updated:

মূর্তি নদীতে স্নান করতে গিয়ে কিষাণ ওরাওঁ বুনো হাতির আক্রমণে মারা যান। বনদফতর মাটিয়ালি ও সংলগ্ন এলাকায় সচেতনতা প্রচার জোরদার করেছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
রকি চৌধূরী, মাটিয়ালি: জঙ্গল লাগোয়া এলাকায় হাতির সঙ্গে মানুষের সংঘাত ফের প্রাণ কেড়ে নিল। ডুয়ার্সের মাটিয়ালি এলাকায় মূর্তি নদীতে স্নান করতে নেমে বুনো হাতির আক্রমণে গুরুতর জখম এক তরুণের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর থেকেই বনদফতরের তরফে জঙ্গল সংলগ্ন এলাকাগুলিতে সতর্কতা ও সচেতনতা প্রচার জোরদার করা হয়েছে।
মূর্তি নদীতে স্নান করতে নেমে বুনো হাতির হানায় গুরুতর জখম তরুণ কিষাণ ওরাওঁ-এর মৃত্যু হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ। শনিবার রাতেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনার পর জঙ্গল সংলগ্ন জনবসতি এলাকায় বনদফতরের তরফে সচেতনতা প্রচার শুরু হয়েছে।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কিষাণ ওরাওঁ গরুমারা অভয়ারণ্য সংলগ্ন মূর্তি নদীতে স্নান করতে যান। সেই সময় জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে এসে তাঁকে আক্রমণ করে গুরুতর ভাবে জখম করে। ঘটনার পর হাতিটি ফের জঙ্গলে চলে যায়। স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় ওই তরুণকে উদ্ধার করে প্রথমে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় রাতেই তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
advertisement
এদিকে ঘটনার পর বনদফতরের তরফে জঙ্গল সংলগ্ন এলাকাগুলিতে লাগাতার প্রচার অভিযান চালানো হচ্ছে। অযথা কেউ যেন জঙ্গলের ভিতরে প্রবেশ না করেন এবং নদীতে স্নানের মতো ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলেন, সে বিষয়ে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে বলে বনদফতর সূত্রে জানানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
জঙ্গলের ভিতরে মূর্তি নদীতে স্নান করতে নেমেছিলেন তরুণ, বুনো হাতির আক্রমণে চলে গেল প্রাণ!
Next Article
advertisement
West Bengal Weather Update: বাড়বে তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপটও, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বাড়বে তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপটও, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বাড়বে তাপমাত্রা

  • থাকবে কুয়াশার দাপটও

  • উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement