হোম /খবর /পশ্চিম বর্ধমান /
সাইকেল নিয়ে ভারত ভ্রমণে তরুণী! ২৫ হাজার কিলোমিটার পাড়ি দেবেন একাই

West Burdwan News : সাইকেল নিয়ে ভারত ভ্রমণে তরুণী! ২৫ হাজার কিলোমিটার পাড়ি দেবেন একাই

X
সাইকেল [object Object]

West Burdwan News : একা সাইকেল নিয়ে গোটা ভারতবর্ষ ভ্রমণে বেরিয়েছেন। দীর্ঘ ২৫ হাজার কিলোমিটার রাস্তা তিনি অতিক্রম করবেন। এই যাত্রার লক্ষ্য বিশেষ বার্তা পৌঁছে দেওয়া।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

নয়ন ঘোষ, আসানসোল, পশ্চিম বর্ধমান : দেশের মহিলাদের নিরাপত্তা নিয়ে বার বার প্রশ্ন ওঠে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে। নিরাপত্তাহীনতার এই বাধাধরা চিন্তাভাবনা ভেঙে দিতে উদ্যোগ নিয়েছেন এক পর্বতারোহী সাইক্লিস্ট যুবতী। যিনি একা সাইকেল নিয়ে গোটা ভারতবর্ষ ভ্রমণে বেরিয়েছেন। দীর্ঘ ২৫ হাজার কিলোমিটার রাস্তা তিনি অতিক্রম করবেন। এই যাত্রার লক্ষ্য বিশেষ বার্তা পৌঁছে দেওয়া। দেশের মহিলারা আজ অনেক সুরক্ষিত, এই বার্তা পৌঁছে দেওয়া নারী সমাজের কাছে।

মধ্যপ্রদেশের বাসিন্দা আশা মালব্য। তিনি নিজে একজন পর্বতারোহী। একজন সাইক্লিস্ট। একা একা ঘুরে বেড়ানো তাঁর স্বভাবেই রয়েছে। কিন্তু অনেক সময় তাকে নিজের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন শুনতে হয়েছে পরিবার, আত্মীয়, কাছের মানুষদের কাছে। সেজন্যই নিরাপত্তাহীনতার যে চিন্তা ভাবনা, তা দূর করার চিন্তা মাথায় আসে যুবতীর। তার পরে তিনি বেরিয়ে পড়েছেন সাইকেল নিয়ে। ইতিমধ্যেই তিনি বেশ কয়েকটি রাজ্য অতিক্রম করে এসে পৌঁছেছেন পশ্চিম বর্ধমানের আসানসোলে। অতিক্রম করে ফেলেছেন এগারো হাজার কিলোমিটার রাস্তা। তবে এখনও বাকি রয়েছে অর্ধেকের বেশি পথ।

আরও পড়ুন :  বিয়ের আসরে ধুতি পাঞ্জাবি টোপর মালা সামলে বর নিজেই ছবি তুললেন নতুন কনের! বিয়েবাড়ির ভাইরাল ভিডিও দেখুন

পুরো রাস্তা জুড়ে তাঁর বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা, মহিলারা আজ অনেক সুরক্ষিত। মহিলাদের নিরাপত্তা দিতে পুলিশ প্রশাসন সদা প্রস্তুত। সেজন্য তিনি শুধু দিনের আলোয় নয়, রাতের অন্ধকারেও দীর্ঘ রাস্তা সাইকেল চালিয়ে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন :  ৪১ বছর বয়সে ৫৫০ সন্তানের জন্মদাতা! এ বার থামতে বলা হল যুবককে

এদিন ঝাড়খণ্ড থেকে আসানসোলের রবীন্দ্র ভবনে এসে পৌঁছন আশা। সেখানে তাঁকে আসানসোল শহরের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা জানানো হয়েছে। এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অনেক মহিলারাও। আশা দেবীর অভিনব বার্তা পৌঁছে দেওয়ার যে প্রয়াস, সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। অন্যদিকে আশা দেবী জানিয়েছেন মহিলাদের মধ্যে এখনও কোথাও না কোথাও নিরাপত্তার অভাব বোধ হয় রাস্তাঘাটে। সেই অভাব দূর হলে নারী সমাজ আরও বেশি এগিয়ে যেতে পারবেন। সেজন্যই তিনি এমন উদ্যোগ নিয়েছেন।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Cyclist, West burdwan