Viral Video : বিয়ের আসরে ধুতি পাঞ্জাবি টোপর মালা সামলে বর নিজেই ছবি তুললেন নতুন কনের! বিয়েবাড়ির ভাইরাল ভিডিও দেখুন

Last Updated:

Viral Video: ধুতি পাঞ্জাবি টোপর পরা বর নিজেই ছবি তুলছেন নতুন বউয়ের

ধুতি পাঞ্জাবি টোপর পরা বর নিজেই ছবি তুলছেন নতুন বউয়ের
ধুতি পাঞ্জাবি টোপর পরা বর নিজেই ছবি তুলছেন নতুন বউয়ের
কলকাতা: বিয়ের সন্ধ্যায় সেরা মুহূর্ত ফ্রেমবন্দি করতে বিবাহিত জুটির চেষ্টার অন্ত থাকে না৷ প্রচুর অর্থ ব্যয় করে নিয়োগ করা হয় সেরা আলোকচিত্রীকে৷ কিন্তু কেমন হবে যদি কেউ ওয়েডিং ফোটোগ্রাফারকেই বিয়ে করে বসেন! তখন বর নিজেই বিয়ের পর নববধূর ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন৷ আলোকচিত্রী তখন কর্মহীন৷ তাঁর জায়গায় অবতীর্ণ স্বয়ং নতুন বর৷ সেরকমই একটি ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি৷ যেখানে ধুতি পাঞ্জাবি টোপর পরা বর নিজেই ছবি তুলছেন নতুন বউয়ের৷
বিয়ের আসরে ভাইরাল হওয়া ওই বঙ্গসন্তানের নাম অয়ন সেন৷ তিনি গাঁটছড়া বাঁধেন প্রেমিকা প্রিয়ার সঙ্গে৷ বিয়ে মিটতেই আর বসে থাকতে পারলেন না তিনি৷ অনেক ক্ষণই নিশপিশ করছিল হাত৷ তার পর ক্যামেরা হাতে নিয়ে স্ত্রীর ছবি তুলতে শুরু করলেন৷ সঙ্গে অবশ্যই ছিল সেরা আলোকসম্পাত বা আলোর প্রয়োগ৷ ওই অবস্থাতেই নতুন বরের ছবি তোলেন এত অতিথি৷ সেই ছবিই ঘুরছে ইন্টারনেটে৷ বিয়ের মণ্ডপে ধুতি পাঞ্জাবি টোপর বরমাল্য সামলে তাঁর লক্ষ্য নতুন কনের সেরা ছবি লেন্সবন্দি করা৷
advertisement
আরও পড়ুন :  স্বামী স্ত্রীর ঝগড়া দূর করে বিবাহিত জীবন সুখের করে তুলুন এই জ্যোতিষ পরামর্শে
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘যখন তুমি একজন ফোটোগ্রাফারকে বিয়ে করো তখন এটুকু স্বপ্ন তো থাকেই৷ আমাদের টিমের একজন ফোটোগ্রাফারের সদ্য বিয়ে হল৷ অয়ন ও প্রিয়াকে আগামী বিবাহিত জীবনের জন্য অনেক শুভেচ্ছা৷’’ ইনস্টাগ্রামে পোস্ট করার পর ভিউজ এসেছে ৩.৩ মিলিয়নের বেশি৷
advertisement
advertisement
advertisement
নেটিজেনরা এই ভিডিও দেখে উচ্ছ্বসিত৷ কেউ মন্তব্য লিখেছেন ‘‘যখন তুমি কোনও ফোটোগ্রাফারকে বিয়ে করো তখন তুমি নিজেও একজন মডেল৷’’
আর একজনের সরস মন্তব্য, ‘‘ফোটোগ্রাফারের জন্য বরাদ্দ পয়সা যখন বেঁচে গেল তখন মধুচন্দ্রিমার পরিকল্পনা বাড়িয়ে ফেলো৷’’
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video : বিয়ের আসরে ধুতি পাঞ্জাবি টোপর মালা সামলে বর নিজেই ছবি তুললেন নতুন কনের! বিয়েবাড়ির ভাইরাল ভিডিও দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement