Viral Video : বিয়ের আসরে ধুতি পাঞ্জাবি টোপর মালা সামলে বর নিজেই ছবি তুললেন নতুন কনের! বিয়েবাড়ির ভাইরাল ভিডিও দেখুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral Video: ধুতি পাঞ্জাবি টোপর পরা বর নিজেই ছবি তুলছেন নতুন বউয়ের
কলকাতা: বিয়ের সন্ধ্যায় সেরা মুহূর্ত ফ্রেমবন্দি করতে বিবাহিত জুটির চেষ্টার অন্ত থাকে না৷ প্রচুর অর্থ ব্যয় করে নিয়োগ করা হয় সেরা আলোকচিত্রীকে৷ কিন্তু কেমন হবে যদি কেউ ওয়েডিং ফোটোগ্রাফারকেই বিয়ে করে বসেন! তখন বর নিজেই বিয়ের পর নববধূর ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন৷ আলোকচিত্রী তখন কর্মহীন৷ তাঁর জায়গায় অবতীর্ণ স্বয়ং নতুন বর৷ সেরকমই একটি ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি৷ যেখানে ধুতি পাঞ্জাবি টোপর পরা বর নিজেই ছবি তুলছেন নতুন বউয়ের৷
বিয়ের আসরে ভাইরাল হওয়া ওই বঙ্গসন্তানের নাম অয়ন সেন৷ তিনি গাঁটছড়া বাঁধেন প্রেমিকা প্রিয়ার সঙ্গে৷ বিয়ে মিটতেই আর বসে থাকতে পারলেন না তিনি৷ অনেক ক্ষণই নিশপিশ করছিল হাত৷ তার পর ক্যামেরা হাতে নিয়ে স্ত্রীর ছবি তুলতে শুরু করলেন৷ সঙ্গে অবশ্যই ছিল সেরা আলোকসম্পাত বা আলোর প্রয়োগ৷ ওই অবস্থাতেই নতুন বরের ছবি তোলেন এত অতিথি৷ সেই ছবিই ঘুরছে ইন্টারনেটে৷ বিয়ের মণ্ডপে ধুতি পাঞ্জাবি টোপর বরমাল্য সামলে তাঁর লক্ষ্য নতুন কনের সেরা ছবি লেন্সবন্দি করা৷
advertisement
আরও পড়ুন : স্বামী স্ত্রীর ঝগড়া দূর করে বিবাহিত জীবন সুখের করে তুলুন এই জ্যোতিষ পরামর্শে
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘যখন তুমি একজন ফোটোগ্রাফারকে বিয়ে করো তখন এটুকু স্বপ্ন তো থাকেই৷ আমাদের টিমের একজন ফোটোগ্রাফারের সদ্য বিয়ে হল৷ অয়ন ও প্রিয়াকে আগামী বিবাহিত জীবনের জন্য অনেক শুভেচ্ছা৷’’ ইনস্টাগ্রামে পোস্ট করার পর ভিউজ এসেছে ৩.৩ মিলিয়নের বেশি৷
advertisement
advertisement
আরও পড়ুন : স্কুল ছাড়ার ১৬ বছর পর প্রিয় শিক্ষিকার প্রেমে হাবুডুবু প্রাক্তন ছাত্রী, এনগেজড হয়ে এখন তাঁরা লিভ ইন সম্পর্কে
advertisement
নেটিজেনরা এই ভিডিও দেখে উচ্ছ্বসিত৷ কেউ মন্তব্য লিখেছেন ‘‘যখন তুমি কোনও ফোটোগ্রাফারকে বিয়ে করো তখন তুমি নিজেও একজন মডেল৷’’
আর একজনের সরস মন্তব্য, ‘‘ফোটোগ্রাফারের জন্য বরাদ্দ পয়সা যখন বেঁচে গেল তখন মধুচন্দ্রিমার পরিকল্পনা বাড়িয়ে ফেলো৷’’
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2023 5:50 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video : বিয়ের আসরে ধুতি পাঞ্জাবি টোপর মালা সামলে বর নিজেই ছবি তুললেন নতুন কনের! বিয়েবাড়ির ভাইরাল ভিডিও দেখুন