দাম্পত্য কলহ দূরে সরিয়ে বিবাহিত জীবন সুখের করতে রয়েছে কিছু জ্যোতিষশাস্ত্রের পরামর্শ। সেগুলি পালন করা সহজ। জেনে নিন টিপসগুলি।
স্বামী স্ত্রীর শোওয়ার ঘরের দেওয়ালের রং হাল্কা শেডের করুন। গাঢ় রং রাখবেন না দেওয়ালে।
প্রতি শুক্রবার দুজনে একসঙ্গে কিনুন গোলাপ বা সাদা ফুল। সেই ফুল সাজিয়ে রাখুন শোওয়ার ঘরে।
রাতে পূর্ব বা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমোবেন। দেওয়ালে রাখুন প্রবাহিত জলের ছবি।
স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে বাড়ির দক্ষিণ পূর্ব কোণ এড়িয়ে চলুন। দক্ষিণ পূর্ব বা অগ্নি কোণে থাকলে ক্রোধ রিপু বাড়তে থাকে মনে।
শোওয়ার ঘরে বিছানার চাদর হাল্কা রঙের করুন। রাতে ঘুমোতে যান হাল্কা পোশাকে।
স্বামী যেন দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমোতে না যান, সেদিকে খেয়াল রাখতে হবে। দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমোলে ক্রোধ সঞ্চারিত হয়। দাম্পত্যে কলহ বাড়ে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
...