Bizarre : ৪১ বছর বয়সে ৫৫০ সন্তানের জন্মদাতা! এ বার থামতে বলা হল যুবককে

Last Updated:

Bizarre : তাঁর ঔরসজাত সন্তানদের মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা

 তাঁর ঔরসজাত সন্তানদের মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা
তাঁর ঔরসজাত সন্তানদের মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা
দ্য হেগ : নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে এক স্পার্ম ডোনর এখন খবরের শিরোনামে৷ ৪১ বছর বয়সে তিনি ৫৫০ জন সন্তানের জন্মদাতা৷ নিয়ম ভাঙার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ বার দায়ের করা হল মামলা৷ বিভিন্ন ক্লিনিককে মিথ্যা তথ্য দিয়ে ভুল পথে চালিত করার দায়ে অভিযুক্ত তিনি৷ এর ফলে তাঁর ঔরসজাত সন্তানদের মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা৷ নেদারল্যান্ডসের অন্তত ১১ টি ক্লিনিক জোনাথন জ্যাকব মেইজের কাছ থেকে স্পার্ম নিয়েছে বলে জানা গিয়েছে৷ অভিযুক্ত মেইজের পেশায় মিউজিশিয়ান এবং কেনিয়ার বাসিন্দা৷ তাঁর বিরুদ্ধে খড়্গহস্ত এক ডাচ মহিলা৷ তাঁর সন্তানের জন্মদাতা তিনিই৷ পাশাপাশি ২৫ টি পরিবারের তরফে অভিযোগ এনেছে ডোনর কাইন্ড ফাউন্ডেশন৷
নেদারল্যান্ডসের নিয়ম অনুযায়ী এক জন স্পার্ম ডোনর ১২ জন মহিলার ক্ষেত্রে ২৫ টি সন্তানের জন্মদাতা হতে পারবেন৷ এই নিয়ম ধার্য করার অন্যতম কারণ মানসিক৷ ভবিষ্যতে যদি কোনওভাবে তারা জেনে যায় যে আরও শতাধিক ভাইবোন আছে তাদের, তাহলে মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়তে পারে৷ অভিযুক্ত জোনাথন জ্যাকব মেইজের কাছে আর্জি রাখা হয়েছে যাতে তিনি এ বার স্পার্ম ডোনেশনের কাজ বন্ধ রাখেন৷ এই আবেদন রেখেই মামলা রুজু করেছে ডোনরকাইন্ড ফাউন্ডেশন৷
advertisement
advertisement
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ, সংস্থাটি জানতে চায় এখনও পর্যন্ত কোন কোন ক্লিনিকে স্পার্ম ডোনেট করেছেন তিনি৷ পাশাপাশি তাঁর যা স্পার্ম হিমায়িত করে রাখা হয়েছে, সেগুলিও নষ্ট করে ফেলা হবে বলে জানানো হয়েছে৷ যদিও এই স্পার্ম ডোনর নেদাল্যান্ডসেই সীমাবদ্ধ নন৷ ইন্টারনেটের মাধ্যমে অবাধ বিচরণ তাঁর৷ কাজ করেন একাধিক দেশের স্পার্ম ব্যাঙ্কের সঙ্গে৷ ইউক্রেন ও ডেনমার্কেও বহু দম্পতিকে সন্তানসুখ দিয়েছেন তিনি৷ তাঁর বিরুদ্ধে চরম ক্ষুব্ধ ডাচ তরুণী ইভা বলেছেন যদি তিনি জানতেন জোনাথন ইতিমধ্যে কয়েকশো সন্তানের জন্মদাতা, তাহলে কখনওই ডোনর হিসেবে তাঁকে বাছতেন না তিনি৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bizarre : ৪১ বছর বয়সে ৫৫০ সন্তানের জন্মদাতা! এ বার থামতে বলা হল যুবককে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement