Bizarre : ৪১ বছর বয়সে ৫৫০ সন্তানের জন্মদাতা! এ বার থামতে বলা হল যুবককে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bizarre : তাঁর ঔরসজাত সন্তানদের মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা
দ্য হেগ : নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে এক স্পার্ম ডোনর এখন খবরের শিরোনামে৷ ৪১ বছর বয়সে তিনি ৫৫০ জন সন্তানের জন্মদাতা৷ নিয়ম ভাঙার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ বার দায়ের করা হল মামলা৷ বিভিন্ন ক্লিনিককে মিথ্যা তথ্য দিয়ে ভুল পথে চালিত করার দায়ে অভিযুক্ত তিনি৷ এর ফলে তাঁর ঔরসজাত সন্তানদের মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা৷ নেদারল্যান্ডসের অন্তত ১১ টি ক্লিনিক জোনাথন জ্যাকব মেইজের কাছ থেকে স্পার্ম নিয়েছে বলে জানা গিয়েছে৷ অভিযুক্ত মেইজের পেশায় মিউজিশিয়ান এবং কেনিয়ার বাসিন্দা৷ তাঁর বিরুদ্ধে খড়্গহস্ত এক ডাচ মহিলা৷ তাঁর সন্তানের জন্মদাতা তিনিই৷ পাশাপাশি ২৫ টি পরিবারের তরফে অভিযোগ এনেছে ডোনর কাইন্ড ফাউন্ডেশন৷
নেদারল্যান্ডসের নিয়ম অনুযায়ী এক জন স্পার্ম ডোনর ১২ জন মহিলার ক্ষেত্রে ২৫ টি সন্তানের জন্মদাতা হতে পারবেন৷ এই নিয়ম ধার্য করার অন্যতম কারণ মানসিক৷ ভবিষ্যতে যদি কোনওভাবে তারা জেনে যায় যে আরও শতাধিক ভাইবোন আছে তাদের, তাহলে মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়তে পারে৷ অভিযুক্ত জোনাথন জ্যাকব মেইজের কাছে আর্জি রাখা হয়েছে যাতে তিনি এ বার স্পার্ম ডোনেশনের কাজ বন্ধ রাখেন৷ এই আবেদন রেখেই মামলা রুজু করেছে ডোনরকাইন্ড ফাউন্ডেশন৷
advertisement
advertisement
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ, সংস্থাটি জানতে চায় এখনও পর্যন্ত কোন কোন ক্লিনিকে স্পার্ম ডোনেট করেছেন তিনি৷ পাশাপাশি তাঁর যা স্পার্ম হিমায়িত করে রাখা হয়েছে, সেগুলিও নষ্ট করে ফেলা হবে বলে জানানো হয়েছে৷ যদিও এই স্পার্ম ডোনর নেদাল্যান্ডসেই সীমাবদ্ধ নন৷ ইন্টারনেটের মাধ্যমে অবাধ বিচরণ তাঁর৷ কাজ করেন একাধিক দেশের স্পার্ম ব্যাঙ্কের সঙ্গে৷ ইউক্রেন ও ডেনমার্কেও বহু দম্পতিকে সন্তানসুখ দিয়েছেন তিনি৷ তাঁর বিরুদ্ধে চরম ক্ষুব্ধ ডাচ তরুণী ইভা বলেছেন যদি তিনি জানতেন জোনাথন ইতিমধ্যে কয়েকশো সন্তানের জন্মদাতা, তাহলে কখনওই ডোনর হিসেবে তাঁকে বাছতেন না তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 31, 2023 11:45 AM IST