Viral: বন্ধ হয়ে যায় বড় ব্যবসা, রাজমা-চাউলের উপর ভরসা করেই আর্থিক ভরাডুবি থেকে রক্ষা দম্পতির

Last Updated:

Viral: শেষ পর্যন্ত স্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি ঠিক করেন নিজেরাই কিছু শুরু করবেন

স্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি ঠিক করেন নিজেরাই কিছু শুরু করবেন
স্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি ঠিক করেন নিজেরাই কিছু শুরু করবেন
ফরিদাবাদ : জীবনে ভরাডুবি থেকে বাঁচতে ফরিদাবাদের এক দম্পতির কাছে খড়কুটো হয়ে উঠল রাজমা-চাউল৷ ঘরোয়া এই খাবারের ব্যবসা করেই আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে পেরেছেন তাঁরা৷ তাঁদের জীবম সংগ্রাম এখন ভাইরাল এক ফুড ভ্লগারের দৌলতে৷ কোভিড অতিমারি পর্ব শুরুর আগে ছাপাখানার ব্যবসা ছিল তাঁদের৷ কিন্তু দুর্ভাগ্যবশত অতিমারিতে সেই ব্যবসা বন্ধ হয়ে যায়৷ উঠে যায় ছাপাখানা৷ লকডাউন পর্ব শেষ হওয়ার পর ব্যবসা হারানো মাঝবয়সি ব্যক্তি অনেক চেষ্টা করেন একটা চাকরি জোটানোর৷ কিন্তু তিনি সফল হননি৷ শেষ পর্যন্ত স্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি ঠিক করেন নিজেরাই কিছু শুরু করবেন৷
রাস্তার ধারে একটা ছোট্ট স্টলে তাঁরা রাজমা চাউল বিক্রি করতে শুরু করেন৷ এক প্লেটের দাম রাখেন ৪০ টাকা৷ সঙ্গে স্যালাড এবং বাড়িতে তৈরি চাটনি৷ এক সপ্তাহেরও কম সময়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিওর ভিউজ ছাপিয়েছে ৬.২ লক্ষ৷ এসেছে অসংখ্য উচ্ছ্বসিত নেটিজেনের শুভেচ্ছা মন্তব্য৷ এক নেটিজেনের কথায়, এটাই প্রকৃত ভালবাসার সংজ্ঞা৷ আর এক জন প্রার্থনা করেছেন যাতে ঈশ্বর এই দম্পতির পাশে থাকেন৷ স্থানীয় ক্ষুদ্র উদ্যোগী ও বিক্রেতাদের পাশে দাঁড়াতে সকলকে অনুরোধ করেছেন নেটিজেনরা৷
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Jatin singh (@foody_jsv)

advertisement
রাস্তার ধারে গাছতলায় একটা ছোট্ট টেবিল পেতে চলে দম্পতির ছোট্ট দোকান৷ ভালবেসে, যত্ন নিয়ে ক্রেতার হাতে তুলে দেন রাজমা-চাউল এবং কড়ী-চাউল৷ ন্যায্য মূল্যে বাড়ির তৈরি খাবার পেয়ে তৃপ্ত ক্রেতারাও৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral: বন্ধ হয়ে যায় বড় ব্যবসা, রাজমা-চাউলের উপর ভরসা করেই আর্থিক ভরাডুবি থেকে রক্ষা দম্পতির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement