Viral: বন্ধ হয়ে যায় বড় ব্যবসা, রাজমা-চাউলের উপর ভরসা করেই আর্থিক ভরাডুবি থেকে রক্ষা দম্পতির
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral: শেষ পর্যন্ত স্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি ঠিক করেন নিজেরাই কিছু শুরু করবেন
ফরিদাবাদ : জীবনে ভরাডুবি থেকে বাঁচতে ফরিদাবাদের এক দম্পতির কাছে খড়কুটো হয়ে উঠল রাজমা-চাউল৷ ঘরোয়া এই খাবারের ব্যবসা করেই আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে পেরেছেন তাঁরা৷ তাঁদের জীবম সংগ্রাম এখন ভাইরাল এক ফুড ভ্লগারের দৌলতে৷ কোভিড অতিমারি পর্ব শুরুর আগে ছাপাখানার ব্যবসা ছিল তাঁদের৷ কিন্তু দুর্ভাগ্যবশত অতিমারিতে সেই ব্যবসা বন্ধ হয়ে যায়৷ উঠে যায় ছাপাখানা৷ লকডাউন পর্ব শেষ হওয়ার পর ব্যবসা হারানো মাঝবয়সি ব্যক্তি অনেক চেষ্টা করেন একটা চাকরি জোটানোর৷ কিন্তু তিনি সফল হননি৷ শেষ পর্যন্ত স্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি ঠিক করেন নিজেরাই কিছু শুরু করবেন৷
রাস্তার ধারে একটা ছোট্ট স্টলে তাঁরা রাজমা চাউল বিক্রি করতে শুরু করেন৷ এক প্লেটের দাম রাখেন ৪০ টাকা৷ সঙ্গে স্যালাড এবং বাড়িতে তৈরি চাটনি৷ এক সপ্তাহেরও কম সময়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিওর ভিউজ ছাপিয়েছে ৬.২ লক্ষ৷ এসেছে অসংখ্য উচ্ছ্বসিত নেটিজেনের শুভেচ্ছা মন্তব্য৷ এক নেটিজেনের কথায়, এটাই প্রকৃত ভালবাসার সংজ্ঞা৷ আর এক জন প্রার্থনা করেছেন যাতে ঈশ্বর এই দম্পতির পাশে থাকেন৷ স্থানীয় ক্ষুদ্র উদ্যোগী ও বিক্রেতাদের পাশে দাঁড়াতে সকলকে অনুরোধ করেছেন নেটিজেনরা৷
advertisement
আরও পড়ুন : তন্ত্রসাধনার মহাপীঠ! চৈত্র নবরাত্রিতে জাগ্রত এই বগলামুখীর মন্দিরে নাকি গভীর রাতে দেবীদর্শন করে যায় বনের বাঘ!
advertisement
advertisement
রাস্তার ধারে গাছতলায় একটা ছোট্ট টেবিল পেতে চলে দম্পতির ছোট্ট দোকান৷ ভালবেসে, যত্ন নিয়ে ক্রেতার হাতে তুলে দেন রাজমা-চাউল এবং কড়ী-চাউল৷ ন্যায্য মূল্যে বাড়ির তৈরি খাবার পেয়ে তৃপ্ত ক্রেতারাও৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2023 10:49 AM IST