হাতে পছন্দের রাজমা চাওয়ালের ট্যাটু ! দেখুন সুইগির শেয়ার করা এই পোস্টটি

Last Updated:

একজন ব্যক্তি দেবনাগরী লিপিতে তার সবচেয়ে পছন্দের খাবার রাজমা চাওয়ালের একটি স্থায়ী ট্যাটু বানিয়েছেন। ফুড ডেলিভারি সার্ভিস সুইগি টুইটারে ট্যাটু করা হাতের সেই ছবি শেয়ার করে যা দ্রুত ভাইরাল হয়ে যায়। permanent tatto of rajma chawal on a man's hand

একজন ব্যক্তি দেবনাগরী লিপিতে তার সবচেয়ে পছন্দের খাবার রাজমা চাওয়ালের একটি স্থায়ী ট্যাটু বানিয়েছেন। ফুড ডেলিভারি সার্ভিস সুইগি টুইটারে ট্যাটু করা হাতের সেই ছবি শেয়ার করে যা দ্রুত ভাইরাল হয়ে যায়।
মানুষের খাবারের প্রতি ভালোবাসা চিরদিনের ,ভিন্ন স্বাদের খাবারের খোঁজে তারা হোটেল, রেঁস্তোরা , মলে ভিড় জমায়। এখন যেহেতু অনলাইনে কম সময়ে পছন্দের খাবার বাড়ির দরজায় পৌঁছে যায় , তাই তাড়াতড়ি কোন প্রিয় খাবার অর্ডার করাও সহজ হয়ে গেছে। আমাদের প্রিয় খাবার খেতে আমরা কখনও বাইরে বেরিয়ে পড়ি , কখনও ভিন্ন দেশে ভ্রমণও করি , আবার সময় সুযোগ পেলে আমাদের পছন্দের ডিশ বাড়িতেই বানিয়ে নি।
advertisement
কিন্তু কোন মানুষ তার সবচেয়ে প্রিয় খাবারের প্রতি নিজের ভালোবাসা দেখাতে এবং সবসময় নিজের স্মৃতিতে তাকে ধরে রাখতে হাতে পার্মানেন্ট ট্যাটু বানাতে পারে সেটা সত্যি আশ্চর্য্যজনক। এই অদ্ভুত ঘটনাটি সবার সঙ্গে শেয়ার করার জন্য সুইগি টুইটারে ওই ব্যক্তির হাতের ট্যাটুর ছবি পোস্ট করে এবং সঙ্গে ক্যাপশনে লেখে " এমন কিছু যা আপনি খুব বেশি পছন্দ করেন , তাকে চিরকাল নিজের সঙ্গে রাখতে চান। " পোস্টটি এখানে দেখুন-
advertisement
advertisement
রাজমা চাওয়াল ভারতীয়দের মধ্যে খুবই সুপরিচিত একটি খাবার। বেশিরভাগ গৃহস্থলীতেই প্রায় দিনই এই খাবারটি বানানো হয়ে থাকে। শিশু থেকে বয়স্ক সব বয়সের মানুষের কাছে খুবই প্রিয় এই খাবারটি যে কোন ধরণের অনুষ্ঠান, বিয়ে, পুজো এমনকি বাড়ির ছোটোখাটো পার্টিতেও বানানো হয়। যে ব্যক্তি রাজমা চাওয়ালের এই ট্যাটু নিজের হাতে কনুইয়ের ঠিক ওপরে বানিয়েছেন , তার এই খাবারের প্রতি গভীর ভালোবাসা সকলের সামনে ফুটে ওঠে।
advertisement
টুইটার হ্যান্ডলে ছবিটি সুইগি দ্বারা পোস্ট হওয়ার পর খুব কম সময়ের মধ্যে ৩৩ হাজারেরও বেশি ভিউ এবং ১৭৪ লাইকস পেয়েছে। টুইটার ব্যবহারকারীরা তাদের প্রতিক্রিয়া হিসাবে তারা ভিন্নভাবে নিজেদের পছন্দের খাবারের নাম মন্তব্য বক্সে শেয়ার করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
হাতে পছন্দের রাজমা চাওয়ালের ট্যাটু ! দেখুন সুইগির শেয়ার করা এই পোস্টটি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement