West Burdwan News: বিদ্যুতের খুঁটিতে এ কী দৃশ্য! চোখ কপালে উঠল স্থানীয়দের, ছুটে এল পুলিশও

Last Updated:

West Burdwan News: ওই যুবককে বারবার অনুরোধ করা হচ্ছিল নিচে নামার জন্য।

+
যুবকের

যুবকের বিদ্যুতের খুঁটিতে ওঠার ছবি ক্যামেরাবন্দি করেছেন স্থানীয় একজন।

কাঁকসা: যুবকের পাগলামি দেখে রীতিমতো আতঙ্কে কাঁটা হয়ে গিয়েছিলেন এলাকার মানুষজন। হঠাৎ করেই এক যুবককে হাই ভোল্টেজ বিদ্যুতের খুঁটিতে উঠে পড়তে দেখেন মানুষজন। হাইভোল্টেজ বিদ্যুতের খুঁটিতে উঠে ওই যুবক একদম শীর্ষে পৌঁছে গিয়েছিলেন।
যে কোনও সময় হতে পারত বড়সড়ো বিপদ। কারণ ওই বিদ্যুতের খুটির উপর দিয়ে গিয়েছে ১ লক্ষ ৩২ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন। স্বাভাবিকভাবেই এই ঘটনা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন মানুষজন। ওই যুবককে বারবার অনুরোধ করা হচ্ছিল নিচে নামার জন্য। তবে সেদিকে কর্ণপাত করেননি তিনি। তারপরে কোনও রকম উপায় না দেখে খবর দেওয়া হয় পুলিশে।
advertisement
advertisement
পরে শেষমেষ পুলিশের ধমক খেয়ে ওই যুবককে বিদ্যুতের খুঁটি থেকে নিচে নেমে আসতে দেখা যায়। এমনই ভয়ঙ্কর ঘটনা দেখা গিয়েছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার খাটপুকুর এলাকায়। স্থানীয়রা বলছেন, হঠাৎ করেই এদিন তাঁরা দেখতে পান এক যুবক কোনও ভাবে হাই ভোল্টেজ বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েছেন। বিদ্যুতের খুঁটিতে উঠে কসরত দেখানোর চেষ্টা করছেন তিনি।
advertisement
সেসময় এই বিদ্যুতের খুঁটি থেকে তাঁকে নেমে আসার জন্য চিৎকার করতে থাকেন এলাকার মানুষ। কিন্তু সেদিকের কথা কর্ণপাত না করে ওই যুবক খুঁটির শীর্ষেই বসে ছিলেন। তখন খাটপুকুর এলাকার মানুষজন কাঁকসা থানায় খবর দেন বাধ্য হয়ে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে এসে পৌঁছে যায় পুলিশ। তারপর ধমক দিয়ে তাকে নিচে নামানো হয়।
advertisement
তবে ওই যুবক কেন এমন কাণ্ড ঘটিয়েছেন, তা এখনও জানা যায়নি। তবে অনেকের অনুমান, যুবক মানসিক ভারসাম্য হারিয়েছেন। সেজন্যই এমন কান্ড ঘটিয়েছেন তিনি। তবে স্থানীয় এবং পুলিশের তৎপরতায় ওই যুবকের বড় বিপদ রুখে দেওয়া গিয়েছে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: বিদ্যুতের খুঁটিতে এ কী দৃশ্য! চোখ কপালে উঠল স্থানীয়দের, ছুটে এল পুলিশও
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement