West Bardhaman News: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'মিনি আন্দামান'! কলকাতার খুব কাছেই, পারদ নামতেই উপচে পড়ছে পর্যটকদের ভিড়

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় এই জায়গা ভাইরাল মিনি আন্দামান নামে। পাহাড়ে ঘেরা জলাধার সঙ্গে নৌকা বিহারের সুযোগ সবমিলিয়ে প্রকৃতির সৌন্দর্য টানে ভিড় জমাচ্ছেন পর্যটকরা।

+
পর্যটকদের

পর্যটকদের সৌজন্যে সেজে উঠেছে মাইথন।

আসানসোল: সোশ্যাল মিডিয়ায় এই জায়গা ভাইরাল মিনি আন্দামান নামে। পাহাড়ে ঘেরা জলাধার সঙ্গে নৌকা বিহারের সুযোগ সবমিলিয়ে প্রকৃতির সৌন্দর্য টানে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। পশ্চিম বর্ধমান জেলার একেবারে শেষ প্রান্তে অবস্থিত এই মাইথন জলাধার।
পশ্চিম বর্ধমান জেলায় হাতে গোনা যে কয়েকটি পর্যটন স্থল রয়েছে, তার মধ্যে অন্যতম মাইথন। দামোদরের উপর তৈরি এই জলাধার। তিন দিক সবুজ পাহাড়ে ঘেরা। নদী পার হলেই পড়শি রাজ্য ঝাড়খন্ড। প্রত্যেক বছর শীতে এখানে পিকনিক করতে বহু মানুষ আসেন। এবারও তার অন্যথা হয়নি। বৃষ্টি কাটিয়ে যত নামছে পারদ, ততই এই জায়গায় আসছেন পর্যটকরা। মেতে উঠছেন পিকনিকের আনন্দে।
advertisement
advertisement
ডিসেম্বর, জানুয়ারি মাসে যেহেতু মাইথনে বহু সংখ্যক পর্যটক আসেন, সেই কারণে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। মাইথনের সৌন্দর্য যাতে নষ্ট না হয়, সেদিকে যেমন নজর দেওয়া হয়েছে, তেমন ভাবে পিকনিক করতে এসে যাতে কেউ দূষণ না ছড়ান, সেদিকে নজর রাখা হচ্ছে। অন্যদিকে, আবার পর্যটকরাও এসে যাতে কোনও রকম সমস্যার সম্মুখীন না হন, বা কোনও রকম বিপদে না পড়েন, তার জন্য চলছে লাগাতার নজরদারি। এবারেও একইভাবে সেই সমস্ত বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা রকম ব্যবস্থা।
advertisement
মাইথন জলাধারের অন্যতম আকর্ষণ এখানকার নৌকাবিহার। ফলে কয়েক সপ্তাহ আগে থেকেই নৌকা এবং বোটগুলিকে সাজানোর কাজ শুরু করেছিলেন নৌকা চালকরা। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন। শীত শুরু হতেই যেভাবে এখানে পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে, তাতে খুশি স্থানীয় ব্যবসায়ী থেকে নৌকা চালক সকলে। কিন্তু নৌকা চালকরা আবেদন জানিয়েছেন, যাতে তাদের উপর প্রশাসন আর একটু নজর দেয়। তাহলে তাদের ব্যবসা আরও ভাল চলবে। অন্যদিকে, পর্যটকরা এখানকার শৌচালয়গুলির পরিষ্কার-পরিচ্ছন্নতা ফেরানোর আবেদন জানিয়েছেন।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'মিনি আন্দামান'! কলকাতার খুব কাছেই, পারদ নামতেই উপচে পড়ছে পর্যটকদের ভিড়
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement