Job: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য চাকরির বিরাট সুযোগ! দেখে নিন
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন? আপনার জন্য রয়েছে চাকরির সুযোগ। পাবেন মাসিক বেতনও।
ঝাড়গ্রাম: চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন? আপনার জন্য রয়েছে চাকরির সুযোগ। পাবেন মাসিক বেতনও। বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়গ্রামেও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য রয়েছে চাকরির সুযোগ। এক বছরের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য এবার কাজের সুযোগ। মাসিক ১২ হাজার টাকা বেতনে কাজের সুযোগ জঙ্গলমহলের ঝাড়গ্রামে। ইতিমধ্যেই ঝাড়গ্রাম জেলার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। সময৫ নষ্ট না করে এখনই আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারের রেজিস্ট্রেশন এবং স্টাম্প রেভিনিউ দফতরের অধীনে সারা রাজ্যজুড়ে মোট ১০০ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের নিযুক্ত করা হবে। পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ১৩ টি এবং ঝাড়গ্রাম জেলায় রয়েছে মোট ৬ টি শূন্যপদ।
advertisement
advertisement
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, রেজিস্ট্রেশন এবং স্টাম্প রেভিনিউ দফতরের অধীনে গ্রুপ বি পদে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের। যাদের বয়স কত হবে ৬৫ বছরের মধ্যে। তবে সেক্ষেত্রে কম বয়সীদের অগ্রাধিকার দেওয়া হবে। এক বছরের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। চলতি বছরের ২৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া যাবে বলে বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে। আবেদনকারীদের কম্পিউটারে দক্ষতা ও ধারণা থাকতে হবে।
advertisement
আবেদনকারীদের মধ্যে যারা রেজিস্ট্রেশন এবং স্টাম্প রিভিউ দফতরের অধীনে যেকোনও বিভাগে কাজ করতেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বিস্তারিত জানার জন্য এবং আবেদন পদ্ধতি জানার জন্য ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
December 11, 2023 1:56 PM IST