Purba Bardhaman News: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কবিতা উৎসব! উপস্থিত ছিলেন প্রায় ৫০ জন কবি
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
তিন বছরে পা দিল 'গদ্য পদ্য প্রবন্ধ কবিতা উৎসব'। ২০২১ সাল থেকে অনলাইন ও মুদ্রিত মাধ্যমে কলকাতা থেকে সপ্তর্ষি প্রকাশনের উদ্যোগে প্রকাশ পাচ্ছে 'গভীর নির্জন পথের গদ্য পদ্য প্রবন্ধ' পত্রিকা।
পূর্ব বর্ধমান: বাংলায় সাহিত্য চর্চার অভ্যাস বা রীতি বহু পুরানো। সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে কবিতা। আর এই সাহিত্য এবং কবিতা নিয়েই নানা জনের নানা মত। অনেকের মতে বর্তমান যুগে নাকি কমেছে কবিদের সংখ্যা। তবে বর্তমান যুগেও যে কবিদের সংখ্যা নেহাত কম নয়, তা আরও একবার প্রমাণিত হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে।
জানা গিয়েছে, তিন বছরে পা দিল ‘গদ্য পদ্য প্রবন্ধ কবিতা উৎসব’। ২০২১ সাল থেকে অনলাইন ও মুদ্রিত মাধ্যমে কলকাতা থেকে সপ্তর্ষি প্রকাশনের উদ্যোগে প্রকাশ পাচ্ছে ‘গভীর নির্জন পথের গদ্য পদ্য প্রবন্ধ’ পত্রিকা। এই পত্রিকায় শুধুমাত্র গল্প, কবিতা, নাটক , প্রবন্ধ প্রকাশিত হয়।
advertisement
advertisement
২০২১ সাল থেকেই সারা বাংলা জুড়ে ধারাবাহিক ভাবে কবিতা উৎসবের আয়োজন করে আসছে এই ‘গদ্য পদ্য প্রবন্ধ’। ২০২১ সালে ১৫ টি এবং ২০২২ সালে ১২টি ধরনের উৎসবের আয়োজন করেছিল গদ্য পদ্য প্রবন্ধে। সমাপ্তি উৎসবগুলি অনুষ্ঠিত হয়েছিল কলকাতা শহরে।
advertisement
এবছর এই উৎসবগুলির সূচনা হয়েছে শিলিগুড়িতে। তবে শিলিগুড়িতে এই উৎসবের এবছর সূচনা হলেও ,বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাদম্বিনী সভাকক্ষে অনুষ্ঠিত হল এ বছরের দ্বিতীয় কবিতা উৎসবটি। মাত্র কয়েকদিন আগেই এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
পত্রিকার সম্পাদক তথা , বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক অংশুমান করের উদ্যোগে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই উৎসবের আয়োজিত হয়। এই উৎসবে দুই বর্ধমান এবং বীরভূম জেলার প্রায় ৫০ জন কবি কবিতা পাঠ করেন।
advertisement
এই বিষয়ে পত্রিকার সম্পাদক অংশুমান কর জানান, “বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা বিশিষ্ট কবিদের মধ্যে যোগাযোগ স্থাপনের কাজটিই আমরা করতে চাই। এভাবেই এখনও পর্যন্ত তথাকথিত বড় বড় উৎসবগুলিতে কবিতা পাঠের আমন্ত্রণ না-পাওয়া অনেক গুরুত্বপূর্ণ কবিদের সঙ্গে আমরা পাঠক ও শ্রোতাদের পরিচয় ঘটাতে সক্ষম হয়েছি”।
এই উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক শিবব্রত চট্টোপাধ্যায়, প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সুকৃতি ঘোষাল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পূর্ণ সভাগৃহে আয়োজিত উৎসবটি ঘিরে স্থানীয় কবি ও কবিতা প্রেমীদের উৎসাহ ছিল তুঙ্গে ।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2023 3:18 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কবিতা উৎসব! উপস্থিত ছিলেন প্রায় ৫০ জন কবি