হোম /খবর /পশ্চিম বর্ধমান /
ভর সন্ধ্যায় মহিলার সোনার চেন ছিঁড়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা

West Bardhaman News : ভর সন্ধ্যায় মহিলার সোনার চেন ছিঁড়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা

ভর সন্ধ্যায় মহিলার সোনার চেন ছিঁড়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা

ভর সন্ধ্যায় মহিলার সোনার চেন ছিঁড়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা

West Bardhaman News ||  ভর সন্ধ্যায় বাড়িতে ঢুকে মহিলার গলা থেকে সোনার চেন ছিঁড়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সালানপুর থানার দেন্দুয়া গ্ৰামের ঘটনা।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

আসানসোল: ভর সন্ধ্যায় বাড়িতে ঢুকে মহিলার গলা থেকে সোনার চেন ছিঁড়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সালানপুর থানার দেন্দুয়া গ্ৰামের ঘটনা। শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ির উঠোনে কল থেকে জল ভরার সময় ভাড়াটিয়া গৌতম মাজির স্ত্রী অনিতা মাজির দুচোখ চেপে ধরে দুষ্কৃতীরা।এরপর গলায় পরে থাকা সোয়া একভরি ওজনের সোনার চেন ছিঁড়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা

আরও পড়ুনঃ মাইথন জলাধারের ঝর্নায় তলিয়ে গেল দুই বন্ধু, মৃত এক

বাজারে এই সোনার হারের মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। ভর সন্ধ্যায় এমন ঘটনার জেরে আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ। গৌতম মাজি জানান তাঁর স্ত্রী বাড়ির উঠোনে কলের জল ভরছিল সেই সময় এই ঘটনা ঘটে। তাঁর কথায়, ‘সেই সময় দুই দুষ্কৃতী পেছন থেকে এসে আমার স্ত্রীর দুচোখ চেপে ধরে এরপরেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালায়।’

আরও পড়ুনঃ ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের তৈরি অভিনব যন্ত্রের প্রদর্শনী

গ্রামবাসীরা খোঁজাখুঁজি শুরু করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এর আগে গ্রামে এমন ঘটনা ঘটেনি। ঘটনার খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসীরা। গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। অন্যদিকে পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতীরা মোটরসাইকেলে আসে এবং নিজের পরিচয় গোপন রাখার কারণেই মহিলার চোখ বন্ধ করে দেয় তারপর হার ছিনতাই করে পালিয়েছে। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে।

Published by:Salmali Das
First published:

Tags: Miscreants attack, West bardhaman news