সালানপুর: অনলাইনে পুরীর হোটেল বুকিং করতে গিয়ে প্রতারকের শিকার হল রূপনারায়নপুরের এক পরিবার। প্রতারক পরিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন। জানা গিয়েছে, পুরীর একটি বিখ্যাত হোটেল বুকিং- এর জন্য তিনি যোগাযোগ করেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি সেখানে থাকবেন বলে দুটি রুম তিনি বুক করতে চান।
৪ ফেব্রুয়ারি যখন তিনি অনলাইনে যোগাযোগ করেন তখন তাকে রুম ভাড়া বাবদ মোট ২৯ হাজার ৪০০ টাকা লাগবে বলে জানানো হয়। ওই ব্যক্তি বলেন যে তিনি বুকিং বাবদ ১০ হাজার টাকা পাঠিয়ে দিচ্ছেন। নির্দিষ্ট সেই ব্যাংকের একাউন্টে তিনি ১০ হাজার টাকা পাঠানোর পরেই তাঁকে জানানো হয় মোট টাকার অর্ধেক না দিলে বুকিং সম্পূর্ণ হবে না। এটি জানার পরে রূপনারায়ণপুরের ওই ব্যক্তি বলেন আরও ৪৭০০ টাকা পাঠানোর কথা কিন্তু তিনি পাঁচ হাজার টাকা পাঠাচ্ছেন। এরপর তিনি আরও ৫ হাজার অর্থাৎ মোট ১৫ হাজার টাকা পাঠিয়ে দেন।
আরও পড়ুন, মাত্র দেড় মিনিটেই শেষ ইন্টারভিউ! প্রাথমিকে শিক্ষক নিয়োগে আরও বড় দুর্নীতির গন্ধ
আরও পড়ুন, ৬ বছর পরেও জানা যায়নি TET-এর ফল! মানিককে ২ লক্ষ টাকার জরিমানার নির্দেশ বহাল
কিন্তু বহু সময় পেরিয়ে গেলেও ওই দিক থেকে হোটেল বুকিং-এর কনফার্মেশন না পাওয়ায় তিনি যোগাযোগ করলে ওই দিক থেকে জানানো হয় ১৪ হাজার ৭০০ টাকা পাঠাতে হতো কিন্তু তিনি বেশি পাঠিয়ে দিয়েছেন তাই সিস্টেমে গোলমাল হয়েছে - এবার পুরো ২৯৪০০ টাকা না পাঠালে বুকিং নিশ্চিত হবে না। পুরো টাকাই দিতে হবে আগাম। তখন রূপনারায়ণপুরের ব্যক্তি তার দেওয়া ১৫ হাজার টাকা ফেরত চান এবং বলেন তিনি আর হোটেল বুকিং করবেন না।
এরপরই ওই দিক থেকে বলা হয় গুগল পে নাম্বার জানানোর জন্য। রূপনারায়ণপুরের ব্যক্তিটি তার গুগল পে নাম্বার জানানোর পরেই ওই দিক থেকে বলা হয় ওই নাম্বারে ১০ টাকা পাঠিয়ে কনফার্ম করার জন্য। এইখানে এসেই রূপনারায়ণপুরের ব্যক্তির সন্দেহ জাগে যে তিনি প্রতারকের পাল্লায় পড়েছেন।
এর পর বহুবার ফোন করে এবং হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে টাকা ফেরত দেওয়া কিংবা হোটেল বুকিং-এর কনফারমেশন পাঠানোর জন্য বললেও ওই দিক থেকে আর কোন সদর্থক সাড়া পাননি রূপনারায়নপুরের ব্যক্তিটি। এরপরই তিনি রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে যান এবং সেখানকার পরামর্শ মত আসানসোলে গিয়ে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News