Paschim Bardhaman Weather: পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে আসতে আসতে আবহাওয়ার উন্নতি
- Published by:Ananya Chakraborty
Last Updated:
হাওয়া অফিসের পূর্বাভাস, আজ সোমবার বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে আরও। পাশাপাশি আকাশ সম্পূর্ণ পরিষ্কার হলে বাড়বে ঠান্ডার প্
পশ্চিম বর্ধমানঃ পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হচ্ছে জেলায়। যদিও সকাল থেকে কুয়াশায় ঢাকা পশ্চিম বর্ধমান জেলার একাধিক জায়গা। দৃশ্যমানতা যথেষ্ট কম। তবে সকাল থেকে আর হয়নি বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থাকলেও, দু একবার উঁকি দিতে দেখা গিয়েছে সূর্যদেবকে। টানা বৃষ্টিপাতের পর আবার ঠান্ডার প্রকোপ বাড়তে শুরু করেছে জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ সোমবার বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে আরও। পাশাপাশি আকাশ সম্পূর্ণ পরিষ্কার হলে বাড়বে ঠান্ডার প্রকোপ।
Location :
First Published :
January 24, 2022 10:18 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman Weather: পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে আসতে আসতে আবহাওয়ার উন্নতি
