Paschim Bardhaman : শীঘ্রই শপথ নেবেন আসানসোল পুরনিগমের দুই ডেপুটি

Last Updated:

Asansol Municipality : বিধানসভায় বিল সংশোধন করা হয়। সদ্য সেই বিলে রাজ্যপাল স্বাক্ষর করেছেন। তারপরেই দুই ডেপুটি মেয়রের শপথ গ্রহণ নিয়ে তোড়জোড় শুরু হয়েছে।

#পশ্চিম বর্ধমান : দীর্ঘদিনের প্রথা ভেঙে অপ্রত্যাশিতভাবে দু'জন ডেপুটি মেয়র পেয়েছে আসানসোল পুরসভা। তবে আইনি জটিলতায় প্রস্তাবিত দুই মেয়র তাদের শপথ গ্রহণ করতে পারেননি। মেয়র পদে বিধান উপাধ্যায় শপথ গ্রহণ করলেও, দুই ডেপুটি মেয়রের শপথ গ্রহণ এখনও পর্যন্ত বাকি রয়েছে। তবে খুব শীঘ্রই ওই দুই ডেপুটি মেয়র শপথ নেবেন বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও দিনক্ষণ ঠিক করা হয়নি। কিন্তু খুব শীঘ্রই তাঁরা ডেপুটি মেয়র পদে শপথ নেবেন বলে জানা গিয়েছে আসানসোল পুরসভা সূত্রে।
উল্লেখ্য, চলতি বছরে আসানসোল পৌরনিগমের নির্বাচনে সবুজ ঝড় বয়ে গিয়েছে। বিরোধীদের বিধ্বস্ত করে জয় পেয়েছে তৃণমূল। অপ্রত্যাশিতভাবে মেয়র হিসেবে বিধান উপাধ্যায় এর নাম ঘোষণা করা হয়। ঘোষণা করা হয় দু'জন ডেপুটি মেয়রের নাম। একজন অভিজিৎ ঘটক, দ্বিতীয়জন ওয়াসিমুল হক। যদিও তাঁরা এখনও শপথ গ্রহণ করেন নি। নির্বাচনে চার মাস পরে পাঁচজন মেয়র পারিষদ সদস্য শপথ গ্রহণ করেছেন। যা নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি শাসক দলকে তবে এবার প্রস্তাবিত ডেপুটি মেয়র শপথ গ্রহণ করতে চলেছেন বলে খবর।
advertisement
advertisement
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের প্রথম কোন পুরনিগম দুজন ডেপুটি মেয়র পেয়েছে। কিন্তু আইন অনুযায়ী এতদিন একটি পুরনিগমের একজন ডেপুটি মেয়র থাকতেন। ফলে আইনি জটিলতায় দুই ডেপুটি মেয়র শপথ গ্রহণ করতে পারেন নি। তাই বিধানসভায় এই বিল সংশোধন করা হয়। সদ্য সেই বিলে রাজ্যপাল স্বাক্ষর করেছেন বলে খবর। তারপরেই প্রস্তাবিত দুই ডেপুটি মেয়রের শপথ গ্রহণ নিয়ে তোড়জোড় শুরু হয়েছে আসানসোল পুরসভায়।
advertisement
এ বিষয়ে আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এখনও পর্যন্ত দুই ডেপুটি মেয়রের শপথ গ্রহণের দিনক্ষণ ঠিক করা হয়নি। এ বিষয়ে পুরসভার মেয়র বিধান উপাধ্যায় শপথ গ্রহণের দিনক্ষণ ঠিক করবেন। বিশেষ বৈঠকের মাধ্যমে সেই দিনক্ষণ ঠিক করা হবে। তারপরেই দুই প্রস্তাবিত ডেপুটি মেয়র তাদের শপথ গ্রহণ করতে পারবেন এবং তাদের দায়িত্ব বুঝে নেবেন। তবে এই প্রক্রিয়া খুব শীঘ্রই সম্পন্ন হবে বলে জানিয়েছেন আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman : শীঘ্রই শপথ নেবেন আসানসোল পুরনিগমের দুই ডেপুটি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement