Durga Puja 2023: ২২'শে শ্রাবণের শুটিং স্পটে দাঁড়িয়ে ৩০০ বছরের পুজোর অংশ হন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছিলেন এই বনেদি বাড়িতে, এখানেই ২২'শে শ্রাবণ সিনেমার শুটিং করেছিলেন মৃণাল সেন। এবারের দুর্গাপুজোয় সেই ঐতিহ্যের অংশ হন আপনিও
পশ্চিম বর্ধমান: ভাঙা ইটের পরতে পরতে জড়িয়ে থাকা ইতিহাস, ঐতিহ্য আর বৈভবের এক অনন্য নস্টালজিয়া। শোনা যায় স্বয়ং বিদ্যাসাগরের পা পড়েছিল এই বাড়িতে। এমন আরও বহু আকর্ষণীয় ইতিহাসের ছোঁয়া ছড়িয়ে ছিটিয়ে আছে কবিরাজ বাড়ির আনাচে কানাচে। প্রখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেন এই বাড়িকেই বেছে নিয়েছিলেন তাঁর ২২ শে শ্রাবণ চলচ্চিত্রের শুটিংয়ের জন্য।
যারা ২২ শে শ্রাবণ দেখেছেন তাঁরা প্রথম দেখায় এই বাড়িটির বর্তমান অবস্থার সঙ্গে পর্দায় দেখা বাড়ির ছবি চট করে মেলাতে পারবেন না। কারণ যে সময় ওই সিনেমার শুটিং হয়েছিল তখনও এই বাড়ির যৌবন বেঁচে ছিল। যদিও তারপর থেকে আর দেখাশোনা প্রায় হয়নি বললেই চলে। তাই কালের নিয়মে বৃদ্ধ হতে হতে বাড়িটি এখন নিজের আয়ুর শেষ সীমায় এসে পৌঁছেছে। তবে ভাল করে বাড়িটিকে লক্ষ্য করলে এই বাড়ির উঠোনে দাঁড়িয়ে নিজেকেই হয়ত ২২ শে শ্রাবণ ছায়াছবির এক চরিত্র বলে মনে হবে!
advertisement
advertisement
মানকর কবিরাজ বাড়ির সুনাম একটু ইতিহাস নিয়ে ঘাঁটাঘাটি করলেই জানা যায়। সেই কবিরাজ বাড়ি এখনও নিজের পায়ে দাঁড়িয়ে আছে। যদিও বাড়ির বেশিরভাগ অংশই নষ্ট হয়ে গিয়েছে। তবে বাড়ির মূল যে ঠাকুর দালান সেটি এখনও আগের মতই দাঁড়িয়ে আছে। তবে তার অবস্থা বেশ খারাপ। কিন্তু ওই ঠাকুরদালানেই গত ৩০০ বছরের বেশি সময় ধরে দুর্গাপুজো হয়ে আসছে। এবারেও যথারীতি পুজো হচ্ছে।
advertisement
এই পুজোয় চাইলে আপনি মানকর কবিরাজ বাড়ি থেকে ঘুরে আসতে পারেন। বেশ ভাল লাগবে, মনে হবে ইতিহাসের সঙ্গী হলেন। বছরের যে কোনও সময়ই এখানে আসা যায়। তবে দুর্গাপুজোর সময় যেন প্রাণ ফিরে পায় এই প্রাচীন ঐতিহ্যবাহী বাড়িটি। যদিও পুজো মিটলেই আবার সেই শূন্যতা গ্রাস করে গোটাবারিকে। বছরের অন্যান্য সময় এলে হয়ত দরজা খোলা নাও পেতে পারেন। তবে বাইরে থেকে এই বাড়িটিকে দেখলেও প্রাপ্তি খুব কম কিছু হবে না। কলকাতা থেকে ট্রেনে মানকর অথবা বাসে বুদবুদ পৌঁছে টোটো ধরে খুব সহজেই কবিরাজ বাড়ি পৌঁছে যাবেন। তবে মনে রাখবেন এখানে রাত্রিবাসের সুযোগ নেই। তাই একদিনেই ঘুরে দেখার পরিকল্পনা রাখা ভাল।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
October 17, 2023 2:17 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durga Puja 2023: ২২'শে শ্রাবণের শুটিং স্পটে দাঁড়িয়ে ৩০০ বছরের পুজোর অংশ হন