Satabdi Roy| Anubrata Mondal|| বিচারাধীন অনুব্রত, আসানসোল আদালতে আইনজীবীর ভূমিকায় হঠাৎ হাজির শতাব্দী! তোলপাড়

Last Updated:

Satabdi Roy at Asansol court: কোনও আইনী বিষয় নয়, নিজের নতুন চলচ্চিত্রের শুটিং করতে এসেছিলেন সাংসদ তারকা শতাব্দী রায়। প্রায় এক দশ পরে বলিউডের হাত ধরে আবার বিনোদন জগতে প্রত্যাবর্তন হচ্ছে বীরভূমের তৃণমূল সাংসদের।

+
ফাইল

ফাইল ছবি।

#আসানসোল: এই মুহূর্তে জেলে রয়েছেন তৃণমূলের দাপুটে নেতা তথা বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আসানসোলের সংশোধনাগারে বন্দী রয়েছেন তিনি। সিবিআইয়ের বিশেষ আদালতে চলছে বিচার প্রক্রিয়া। আর এমন মুহূর্তে হঠাৎ আইনজীবীর ভূমিকায় আসানসোল আদালতে হাজির বীরভূমের তৃণমূলের সাংসদ শতাব্দী রায়। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় আসানসোল আদালত চত্বরে।
বহু মানুষের ভিড় জমে যায় আদালত চত্বরে। হঠাৎ এমন কি হল, যে তৃণমূলের তারকা এই সাংসদ এবং বীরভূমেরই সাংসদ হঠাৎ হাজির হলেন আসানসোল আদালতে। যদিও পরে জানা গিয়েছে, কোনও আইনী বিষয় নয়, নিজের নতুন চলচ্চিত্রের শুটিং করতে এসেছিলেন সাংসদ তারকা শতাব্দী রায়। প্রায় এক দশ পরে বলিউডের হাত ধরে আবার বিনোদন জগতে প্রত্যাবর্তন হচ্ছে বীরভূমের তৃণমূল সাংসদের।
advertisement
আরও পড়ুনঃ বাবা-মার অশান্তিই কাল হল! মর্মান্তিক পরিণতি কিশোরীর, শান্তিপুরে চাঞ্চল্য
জানা গিয়েছে, বলিউডের নতুন ছবি দ্যা জঙ্গিপুর ট্রায়ালে অভিনয় করছেন শতাব্দী রায়। যেখানে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাকে। জানা গিয়েছে, নতুন এই হিন্দি ছবির চিত্রনাট্য বহু পুরনো একটি কেসকে রি ওপেন করা নিয়ে তৈরি করা হয়েছে। যে মামলাটি আবার আদালতের সামনে হাজির করেছেন আইনজীবী। সেই আইনজীবীর ভূমিকায় দেখা যাবে সাংসদ শতাব্দী রায়কে। এই ছবিতে বহু নামী বলিউড অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তৃণমূলের তারকা এই সাংসদ।
advertisement
advertisement
প্রসঙ্গত, একসময় টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা ছিলেন শতাব্দী রায়। তবে বিনোদন জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অনেকদিন। তারপর প্রায় এক দশক পরে আবার বিনোদন জগতে তার প্রত্যাবর্তন হচ্ছে বলিউডের হাত ধরে। যে ছবির নাম দেওয়া হয়েছে 'দ্য জঙ্গিপুর ট্রায়াল'।
তবে শুটিং করতে এলেও রাজনীতির প্রসঙ্গ এড়িয়ে যাননি তৃণমূলের এই সাংসদ। আত্মবিশ্বাসের সঙ্গে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জয় পাবে। তবে অনুব্রত প্রসঙ্গে বিশেষ কিছু তিনি বলতে চাননি। আর ছবির শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কেও তিনি নিজের অভিজ্ঞতা জানিয়েছেন। শতাব্দী বলেন, আদালত বিষয়টা সম্পূর্ণ ভিন্ন রকম। কথার মাধ্যমে তিনি বুঝিয়েছেন, দীর্ঘদিন পরে বিনোদন জগতে ফিরে এই শুটিং তিনি ভীষণভাবে উপভোগ করছেন। পাশাপাশি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, গুজরাটের আসন্ন নির্বাচনে আম আদমি পার্টির ভাল ফল করার আশা রয়েছে।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Satabdi Roy| Anubrata Mondal|| বিচারাধীন অনুব্রত, আসানসোল আদালতে আইনজীবীর ভূমিকায় হঠাৎ হাজির শতাব্দী! তোলপাড়
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement