Nadia News|| বাবা-মার অশান্তিই কাল হল! মর্মান্তিক পরিণতি কিশোরীর, শান্তিপুরে চাঞ্চল্য
- Published by:Shubhagata Dey
- local18
Last Updated:
মা-বাবার সম্পর্ক খুব একটা ভাল ছিল না। শ্রাবণীর মা এবং বাবার সঙ্গে ঝগড়া অশান্তির কারণে কয়েক মাস আগে শ্রাবনীর বাবাও আত্মঘাতীর চেষ্টা করেন একাধিকবার।
#শান্তিপুর: ১৭ বছরের এক কিশোরীর রহস্যজনক মৃত্যু নদিয়ার শান্তিপুরে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার রাজপুর পাড়া লেন এলাকার। মৃত ওই কিশোরীর নাম শ্রাবণী বিশ্বাস। জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে শ্রাবণী বিশ্বাসের মা-বাবার সম্পর্ক ভাল ছিল না। প্রতিদিন ঝগড়া অশান্তি লেগেই থাকতো দু-জনের মধ্যে। সেই কারণেই শ্রাবণী বিশ্বাসের মামার বাড়ি তরফ থেকে শ্রাবণীকে নিজেদের কাছে রেখেছিল ছ'মাস ধরে।
শ্রাবণীর বাবা এবং মা, তাঁর মামা বাড়িতেই পাশে ঘর নিয়ে থাকতেন। মা কয়েক বছর ধরে কাজের উদ্দেশ্যে কলকাতায় থাকেন। শ্রাবণীর মা এবং বাবার সঙ্গে ঝগড়া অশান্তির কারণে কয়েক মাস আগে শ্রাবনীর বাবাও আত্মঘাতীর চেষ্টা করেন একাধিকবার। সূত্র মারফত জানা যায়, দিন কয়েক আগে শ্রাবণী এলাকাবাসীর কাছ থেকে জানতে পারে তার মা ফের বিয়ে করেছেন। তার জেরেই বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল।
advertisement
আরও পড়ুনঃ হেলিকপ্টার দেখতে ভিড়, আসবেন মুখ্যমন্ত্রী, সেজে উঠছে সুন্দরবন!
গতকাল রাতে প্রতিদিনের মতোই রাত দশটা নাগাদ শ্রাবণীকে ঘর থেকে খাওয়ার জন্য ডাকতে গেলে কোনও সারা শব্দ না পেয়ে ঘরে ঢুকে শ্রাবণীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তড়িঘড়ি সকলে খবর পেয়ে শান্তিপুর থানায় খবর দেয়। পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরীর দেহ উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
advertisement
advertisement
আজ ওই কিশোরীর মৃতদেহ ময়না তদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
উল্লেখ্য, স্বামী-স্ত্রীর অশান্তির কারণে একাধিক সময় দেখা যায় সেই প্রভাব গিয়ে পড়ে তাদের সন্তানের ওপর। বিশেষজ্ঞরা বলেন বাবা-মায়ের নিয়মিত ঝগড়া অশান্তির জন্য তাদের সন্তানদের মানসিক এবং শারীরিক ক্ষতির সম্ভাবনা দেখা দেয়। এবং তার ফলে ই অনেক সময় সন্তানেরা চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে। সেই কারণেই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন সন্তানদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিজেদের দাম্পত্য কলহ থেকে বিরত থাকতে।
advertisement
Mainak Debnath
Location :
First Published :
November 27, 2022 10:00 PM IST