Asansol News: কম্বল কাণ্ডে চৈতালীকে আগাম জামিন সুপ্রিম কোর্টের

Last Updated:

আসানসোলের কম্বল কাণ্ডে স্বস্তি চৈতালী তিওয়ারির , আগাম জামিন দিল সর্বোচ্চ আদালত

পশ্চিম বর্ধমান: আসানসলের কম্বল বিতরণ কাণ্ডে অবশেষে স্বস্তি চৈতালি তিওয়ারির। গত বছর কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপৃষ্ঠ হয়ে চারজনের মৃত্যু হয়। সেই অনুষ্ঠানের অন্যতম আয়োজক হিসেবে কাঠগড়ায় তোলা হয় চৈতালি তিওয়ারি ও আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে। অভিযোগ, পুলিশের অনুমতি ছাড়াই তাঁরা ওই অনুষ্ঠান করেন। বিশৃঙ্খলার কারণেই সেখানে অতজনের প্রাণহানি হয়। জিতেন্দ্র ও চৈতালী সহ আসানসোলের বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই ঘটনাতেই সুপ্রিম কোর্টে জামিন পেলেন চৈতালী। তিনি জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী হওয়ার পাশাপাশি আসানসোল পুরনিগমের বিজেপি কাউন্সিলরও।
গত বছর শিবরাত্রির সময় শিব চর্চা নামে আসানসোলের রামকৃষ্ণডাঙ্গাল এলাকায় স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে কম্বল সহ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। সেখানে ভিড় হয়েছিল ব্যাপক। কিন্তু দু-চারজন সিভিক ভলেন্টিয়ার ছাড়া ওই বিশাল ভিড় নিয়ন্ত্রণে জন্য আর কোন‌ও পুলিশকে দেখা যায়নি। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রথমে একজনের হাতে কম্বল তুলে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। তারপর অবশ্য সেখান থেকে চলে আসেন। তিনি বেরিয়ে যাওয়ার পর‌ই আগে কম্বল নেওয়ার জন্য প্রবল হুড়োহুড়ি শুরু হয়। তাতেই পদপৃষ্ঠ হয়ে অনেকে গুরুতর আহত হন, পরবর্তীতে চারজনের মৃত্যু হয়।
advertisement
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয়। পুলিশ জানায় তাদের অনুমতি ছাড়াই ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। জানা যায় মূলত চৈতালী তিওয়ারির উদ্যোগেই ওই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। এদিকে মৃতদের পরিজনরা স্থানীয় বিজেপি নেতৃত্বের নামে থানায় অভিযোগ দায়ের করে। এই ঘটনায় বেশ কয়েকবার জিতেন্দ্র তিওয়ারির ফ্ল্যাটে গিয়ে তাঁকে ও চৈতালীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এর আগে আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন চৈতালী। পরবর্তীতে তিনি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন। অবশেষে সেখানেই মিলল স্বস্তি। পাশাপাশি এই মামলাতেই জামিন পেয়েছেন আসানসোলের বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্ত এবং বিজেপি নেতা তেজপ্রতাপ সিং।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Asansol News: কম্বল কাণ্ডে চৈতালীকে আগাম জামিন সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement