West Burdwan News : কালী মন্দিরে লক্ষাধিক টাকার জিনিস চুরি, চুরি গৃহস্থের বাড়িতেও
- Published by:Salmali Das
Last Updated:
এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসার সুভাষপল্লী এলাকায়। অন্যদিকে চুরির ঘটনা দেখা গিয়েছে পানাগড়ের রেলপার এলাকায় শ্মশান কালী মন্দিরেও।
কাঁকসা, পশ্চিম বর্ধমান : একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক বাড়ছে কাঁকসার বিভিন্ন এলাকায়। চলতি সপ্তাহে এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসার সুভাষপল্লী এলাকায়। অন্যদিকে চুরির ঘটনা দেখা গিয়েছে পানাগড়ের রেলপার এলাকায় শ্মশান কালী মন্দিরে। একদিকে লুটপাট চালানো হয়েছে গৃহস্থের বাড়িতে। অন্যদিকে লুটপাট হয়েছে মন্দিরেও। মন্দিরে লুটপাট চালিয়ে ভেঙে ফেলা হয়েছে দুটি প্রণামী বাক্স। মন্দির থেকে চুরি গিয়েছে লক্ষাধিক টাকা মূল্যের জিনিসপত্র। দেবীর গয়না থেকে শুরু করে বিভিন্ন বাসনপত্র, প্রণামী বাক্সের টাকা - সবকিছু নিয়েই চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ফলে একের পর এক চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ। তারা পুলিশের কাছে দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানাচ্ছেন। যাতে এলাকাবাসী কিছুটা চিন্তামুক্ত হতে পারেন এবং এই চুরির উপদ্রব কম হয়।
জানা গিয়েছে, এদিন সকালে কাঁকসার রেলপার এলাকার একটি শ্মশান কালী মন্দিরে চুরির ঘটনা সামনে আসে। মন্দির খুলতে গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করেন স্থানীয়রা। মন্দির সংলগ্ন এলাকাতেই দুটি প্রণামী বাক্স ভেঙে ফেলে দেওয়া হয়েছে। পাশাপাশি মন্দির থেকে লক্ষধিক টাকা মূল্যের সোনার গয়না সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীদের দল। ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হয় কাঁকসা থানার পুলিশ। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এই বিষয়ে স্থানীয়রা বলছেন, মন্দিরটি কয়েক বছর আগে নতুন করে নির্মাণ করা হয়েছে। সেই মন্দিরে চুরির ঘটনা হল। যদিও এর আগে পুরনো মন্দিরও একবার চুরি হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
advertisement
advertisement
অন্যদিকে, কাঁকসার সুভাষপল্লী এলাকায় এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটি বেশ কয়েকদিন ধরে তালা বন্ধ ছিল। বাড়িতে তন্দ্রা দাস নামের এক বৃদ্ধা একাই থাকতেন। গত কয়েকদিন আগে ওই বৃদ্ধা মেদিনীপুরে মেয়ের বাড়ি গিয়েছিলেন। সেই কারণে বাড়িটি তালা বন্ধ অবস্থায় ছিল। আর সেই সুযোগে লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা।
advertisement
জানা গিয়েছে, এদিন সকালে প্রতিবেশীরা দরজা খোলা অবস্থায় দেখতে পান। তাতে সন্দেহ হয় স্থানীয়দের। তখন বাড়ির ভিতরে উঁকি মেরে প্রতিবেশীরা দেখতে পান, বাড়ির ভিতরে সমস্ত জিনিস লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে। এরপরেই প্রতিবেশীরা ওই বৃদ্ধা ও কাঁকসা থানার পুলিশকে খবর দেন। কাঁকসা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে পরপর চুরির ঘটনায় রীতিমত আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
First Published :
August 23, 2022 2:26 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : কালী মন্দিরে লক্ষাধিক টাকার জিনিস চুরি, চুরি গৃহস্থের বাড়িতেও

