West Bardhaman News: মুষলধারে বৃষ্টি, আর তাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির ছাদ

Last Updated:

পানাগড়ে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি। এখানে দফায় দফায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর তাতেই পূর্ব ক্যানেল পাড়ের একটি বাড়ির টালির চাল ভেঙে পড়েছে।

+
title=

পশ্চিম বর্ধমান: সদ্য শেষ হওয়া শীতে প্রায় কোন‌ও বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। বরং এবার আগেভাগেই গরম পড়ে যাওয়ায় বেশ কিছুদিন ধরেই হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছিল। তবে গত দু'দিনের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে, সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় নেমে গিয়েছে ৮ ডিগ্রি। কিন্তু তার সঙ্গেই এসে হাজির হয়েছে বিপদ। মরশুমের প্রথম বৃষ্টিতেই পানাগড়ে হুরমুর করে ভেঙে পড়েছে বাড়ির চাল।
গত দু'দিন ধরেই পশ্চিম বর্ধমানের বেশিরভাগ এলাকায় কমবেশি বৃষ্টি হচ্ছে। কোথাও মাঝারি মাপের তো কোথাও আবার মুষলধারে বৃষ্টি হচ্ছে। সঙ্গে মাঝেমধ্যেই বইছে ঝড়ো হাওয়া। এর মধ্যে পানাগড়ে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি। এখানে দফায় দফায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর তাতেই পূর্ব ক্যানেল পাড়ের একটি বাড়ির টালির চাল ভেঙে পড়েছে। বিপর্যয়ের সময় বাড়িতেই ছিলেন পরিবারের সদস্যরা। চাল ভেঙে পড়ার সময় কোনরকমে তাঁরা বাড়ির বাইরে বেরিয়ে এসে প্রাণ রক্ষা করেন। এমন আবহাওয়ায় মাথা গোজার ঠাঁই হারিয়ে চরম বিপদে পড়েছে পরিবারটি।
advertisement
advertisement
বিপদগ্রস্ত পরিবারটির সদস্য বেবি শর্মা জানান, তাঁরা সকলেই বাড়িতে ছিলেন। বাইরে ব্যাপক বৃষ্টি পড়ছিল। তখনই হঠাৎ ভেঙে পড়ে বাড়ির চাল। কোনওক্রমে সকলে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। চাল ভেঙে পড়ায় ঘরের সমস্ত আসবাবপত্র নষ্ট হয়ে গিয়েছে। রান্নার বাসনপত্র‌ও নষ্ট হয়ে যাওয়া কিছু করে খাবেন সেই উপায়ও নেই।
advertisement
এই দুর্ঘটনার খবর পেয়ে কাঁকসা পঞ্চায়েতের সদস্য ওই পরিবারটির কাছে তাঁর প্রতিনিধি পাঠিয়েছিলেন। ইতিমধ্যে সাহায্যের জন্য কাঁকসার বিডিওর কাছে আবেদন জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বাড়িটির টালির চাল অনেকদিন ধরেই দুর্বল অবস্থায় ছিল। এবার প্রবল বৃষ্টিপাত হওয়ায় সেটি ভেঙে পড়ে।
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: মুষলধারে বৃষ্টি, আর তাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির ছাদ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement