West Bardhaman News: দিনরাত গাড়ি চলাচল করে বালি ঢাকা পড়েছে রাস্তা; বাইক নিয়ে বিপদে পড়ছেন স্থানীয়রা

Last Updated:

দীর্ঘদিন ধরে এভাবেই বালি পড়তে পড়তে কার্যত ঢাকা পড়ে গিয়েছে পিচ রাস্তা

+
বালির

বালির গাড়ি চলাচলে এভাবেই বালিতে ঢাকা পড়েছে রাস্তা।

#পাণ্ডবেশ্বর : দিনরাত গ্রামের ওপর দিয়ে চলাচল করে বালি বোঝাই লরি। বালির লরিতে দেওয়া হয় না কোনও ঢাকা। অভিযোগ, ওভারলোডিং করে বালি নিয়ে যাতায়াত করে গাড়িগুলি। আর তার ফলে ডাম্পার থেকে বালি উড়ে পড়তে থাকে রাস্তায়। দীর্ঘদিন ধরে এভাবেই বালি পড়তে পড়তে কার্যত ঢাকা পড়ে গিয়েছে পিচ রাস্তা। এখন গ্রামবাসীদের কার্যত বালির রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয়। যার ফলে নিত্যদিন সমূহ দুর্ঘটনার মুখে পড়েন স্থানীয় বাসিন্দারা। বারবার অনুরোধ করেও কোনও ফল হয়নি। তাই বাধ্য হয়ে বালির লরি আটকে রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা। এমনই ছবি দেখা গিয়েছে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায়।
বুধবার ভোর পাঁচটা থেকে ইসিএলের বালি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ দেখাল পান্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম পঞ্চায়েতের কুমারডিহি গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের তরফে খোকন মণ্ডল, বাপ্পাদিত্য মুখার্জি, সুজিত রায় চৌধুরীরা জানান, বালির গাড়ির মালিকদের কাছে অনুরোধ করা হয়েছে। তাদের বালির গাড়ির জন্যই রাস্তায় এভাবে বালি পড়ে বিপদের আশঙ্কা বাড়ছে। সেই বালি অবিলম্বে রাস্তার উপর থেকে পরিষ্কার করতে হবে। পিচ রাস্তার ওপর বালি পড়ায়, স্বাভাবিকভাবে প্রতিনিয়ত দু চাকার গাড়ির চালকেরা বিপদে পড়ছেন। ইসিএলের (ECL) বালিবোঝাই লরিগুলি ওভারলোডিং বালি নিয়ে, বালির ওপর ঢাকা না দিয়েই বেপরোয়াভাবে চলাচল করে। পাণ্ডবেশ্বরের অজয় ঘাট থেকে কুমারডিহির গ্রামের ওপর দিয়ে চলে যায় ইসিএলের বাকলা বালি ব্যাংকারের উদ্দেশ্যে। এই ওভারলোডিংয়ের কারণে, বালির ওপর ঢাকা না দেওয়ার কারণে, রাস্তার ওপর যথেচ্ছ ভাবে পড়ে যায় বালি।
advertisement
গ্রামবাসীরা এ নিয়ে বালি গাড়ির মালিকদের বারবার অনুরোধ করলেও কর্ণপাত করেন নি বালির গাড়ি মালিকেরা। তাই বাধ্য হয়েই বুধবার ভোর পাঁচটা থেকে ইসিএলের বালিবোঝাই গাড়িগুলি আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি রাস্তার ওপর যে বালি পড়ে আছে, সেই বালিগুলি পরিষ্কার করে দিতে হবে। গাড়ি মালিকদের প্রত্যেক সপ্তাহে গাড়ির থেকে যে বালি পড়বে, নিয়মিত সেই বালিও পরিষ্কার করতে হবে। গ্রামবাসীদের দাবি মেনে নিয়ে বেলা ৮ টা নাগাদ বালি গাড়ির মালিকেরা মুচলেকা দেন, রাস্তার ওপর যে বালি পড়বে, সেগুলি নিয়মিত পরিষ্কার করে দেওয়া হবেে। বুধবার থেকেই শুরু হয় রাস্তার ওপর বালি পরিষ্কারের কাজ।
advertisement
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: দিনরাত গাড়ি চলাচল করে বালি ঢাকা পড়েছে রাস্তা; বাইক নিয়ে বিপদে পড়ছেন স্থানীয়রা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement