West Bardhaman News: স্বাধীনতার ৭৫ বছরে কোন পথে ভারত? তুলে ধরল দুর্গাপুরের প্রদর্শনী
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
আগামী দিনে বিশ্বের দরবারে শক্তিশালী, সমৃদ্ধ দেশ হিসেবে ভারতবর্ষকে তুলে ধরার জন্য কী কী পদক্ষেপ করতে হবে তার একটা রূপরেখাও এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে।
পশ্চিম বর্ধমান: স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে আয়োজিত হয়েছে আজাদি কা অমৃত মহোৎসব। তারই অঙ্গ হিসেবে বীরগাথা প্রদর্শনী আয়োজন করল দুর্গাপুরের একটি বেসরকারি কলেজ। বিভিন্ন ছবি ও আলোক সজ্জার মধ্যে দিয়ে তুলে ধরা হয় বিভিন্ন মডেল। স্বাধীনতার পরবর্তী ৭৫ বছরে ভারত কীভাবে এগিয়ে গিয়েছে তা এই প্রদর্শণীর মাধ্যমে ভালভাবে ফুটিয়ে তোলা হয়।
স্বশক্ত, সমৃদ্ধ ভারতের পথ চলা থেকে যাতে দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা নিতে পারে তার জন্য এই প্রদর্শনীর আয়োজন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আগামী দিনে বিশ্বের দরবারে শক্তিশালী, সমৃদ্ধ দেশ হিসেবে ভারতবর্ষকে তুলে ধরার জন্য কী কী পদক্ষেপ করতে হবে তার একটা রূপরেখাও এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে।
advertisement
advertisement
নেহেরু যুব কেন্দ্র সহ বেশ কয়েকটি সংস্থার যৌথ উদ্যোগে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে দুর্গাপুরের বিধাননগর সংলগ্ন বেসরকারি কলেজে। সেখানে পড়ুয়াদের অংশগ্রহণ এবং উপস্থিতি চোখে পড়ার মত। পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনী আয়োজিত হয়। বুধবার ছিল যার শেষ দিন। প্রদর্শনীতে হাজির হয়েছিলেন দুর্গাপুর-বর্ধমানের সাংসদ এস এস আলুওয়ালিয়া। তিনি স্বাধীনতার পরবর্তী পর্যায়ে ভারতের ধীরে ধীরে উন্নতির পদক্ষেপগুলি তুলে ধরেন। একইসঙ্গে যেভাবে সাজিয়ে গুছিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে তারও প্রশংসা করেন।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 7:51 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: স্বাধীনতার ৭৫ বছরে কোন পথে ভারত? তুলে ধরল দুর্গাপুরের প্রদর্শনী