West Burdwan News: মিঠুনেই মাত করার পরিকল্পনা বিজেপির, বেছে-বেছে দেওয়া হচ্ছে কর্মসূচি

Last Updated:

West Burdwan News: অতি পরিচিত মুখ মিঠুন চক্রবর্তীকে জন সংযোগের দিকে ব্যবহার করতে চাইছে পদ্ম শিবির। আর সেজন্য রাঢ়বঙ্গ সফরে বেরিয়েছেন অভিনেতা।

+
মিঠুনের

মিঠুনের বাংলা-সফর

কুলটি, পশ্চিম বর্ধমান : একটি বিশেষ সূত্রের খবর বলছে, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আর বেশি দেরি নেই। পঞ্চায়েত নির্বাচনে নিজেদের দিকের পাল্লা ভারী করতে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল, বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এই অবস্থায় জন সংযোগের দিকে বিশেষ জোর দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি। আর সেজন্য রাঢ়বঙ্গ সফরে বেরিয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। অতি পরিচিত মুখ মিঠুন চক্রবর্তীকে জন সংযোগের দিকে ব্যবহার করতে চাইছে পদ্ম শিবির। আর সেজন্য রাঢ়বঙ্গ সফরে বেরিয়েছেন অভিনেতা।
পুরুলিয়ায় সভা করার পাশাপাশি বাঁকুড়াতেও একটি সভা করার কথা রয়েছে তার। সেই সভা উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার কুলটিতে পা রেখেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। কুলটির ইসকো গেস্ট হাউসে রাত্রি বাস করেছেন তিনি। সেখান থেকেই রওনা দিয়েছেন পুরুলিয়ার উদ্দেশ্যে। জানা গিয়েছে, এই সফর শেষে ইসকো গেস্ট হাউসে ফিরবেন তিনি। তারপর সেখান থেকে যাবেন বাঁকুড়ায়। তবে এদিন ইসকো গেস্ট হাউস থেকে সংবাদ মাধ্যমের সামনে বিশেষ মুখ খুলতে চাননি বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।
advertisement
advertisement
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের সময়ও দেখা গিয়েছিল বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে সামনে এনে প্রচার করেছিল পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। তারপর বিগত দু বছরে রাজনৈতিক ময়দানে জল গড়িয়েছে অনেকটা। তবে ফের সামনে নির্বাচন। আর সেজন্যই বিশেষ ভাবে আবার জন সংযোগের দিকে মনঃসংযোগ করছে রাজনৈতিক দলগুলি। সেই উপলক্ষে ফের প্রচারের ময়দানে নেমেছেন বিজেপির এই হেভি ওয়েট নেতা।
advertisement
ইসকো গেস্ট হাউসে অভিনেতার আগমনকে কেন্দ্র করে জেলার বিজেপি কর্মী, সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে। ইসকো গেস্ট হাউসে হাজির হয়েছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোরুই। পুরুলিয়া যাওয়ার আগে সংবাদ মাধ্যমের সামনাসামনি আসেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। কিন্তু সংবাদমাধ্যমের সামনে রাজনৈতিক কোন আলোচনা উত্থাপন করতে দেখা যায়নি বিজেপি নেতাকে।
advertisement
----Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: মিঠুনেই মাত করার পরিকল্পনা বিজেপির, বেছে-বেছে দেওয়া হচ্ছে কর্মসূচি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement