West Bardhaman News: ‘কুশলে আছেন জেনে নিশ্চিন্ত হলাম’, মমতার চোট প্রসঙ্গে সাংবাদিক বৈঠক থেকে বললেন সেলিম
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
West Bardhaman News: একই সঙ্গে কটাক্ষের সুর শোনা গিয়েছে এই বাম নেতার গলায়। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর কোনও কিছু হলেই তিনি সিপিএমকে দোষারোপ করেন।
রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রানীগঞ্জ গির্জা মোড়ে একটি সাংবাদিক বৈঠক করেন বামেদের এই বর্ষীয়ান নেতা। সেখানেই তাঁকে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার বিভ্রাট প্রসঙ্গে প্রশ্ন করা হলে, তিনি মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, এই সময় উত্তরবঙ্গের আবহাওয়া খারাপ থাকে। তাই এ সময় উত্তরবঙ্গে হেলিকপ্টার ভ্রমণ করা বিপদজনক। পাশাপাশি তিনি পরামর্শ দিয়েছেন, যেহেতু রাজ্য ভাড়ায় হেলিকপ্টার নিয়েছে, সেক্ষেত্রে আরও ভাল হেলিকপ্টার নেওয়া যেতে পারত। তাও উনি কুশলে আছেন জানতে পেরে আমি নিশ্চিন্ত হলাম।
একই সঙ্গে কটাক্ষের সুর শোনা গিয়েছে এই বাম নেতার গলায়। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর কোনও কিছু হলেই তিনি সিপিএমকে দোষারোপ করেন। কিন্তু তিনি আশা করছেন, মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার যে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছিল, তার জন্য তিনি বামেদের দোষারোপ করবেন না বলে মন্তব্য করেছেন মহম্মদ সেলিম। পাশাপাশি গত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী যেভাবে হুইলচেয়ারে করে প্রচার সেরেছিলেন, সেই প্রসঙ্গও উঠে এসেছে তাঁর গলায়।
advertisement
advertisement
আরও পড়ুন: তুমুল দুর্যোগে মমতার চপার! আচমকা কপ্টারের জরুরি অবতরণে চোট মুখ্যমন্ত্রীর! এখন কেমন আছেন?
সেলিম বলেছেন, ভোটের আগে উনি আবার চোট পেয়েছেন। তাই তাঁরা আশঙ্কা করছিলেন, মুখ্যমন্ত্রী হয়তো আবার হুইলচেয়ারে করে প্রচার করতে পারেন। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর বিধানসভা নির্বাচনে হুইল চেয়ারে বসে প্রচার করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে।
advertisement
এদিন মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করানো হয়। জানা গিয়েছে, জরুরি অবতরণের পর হেলিকপ্টার থেকে নামতে গিয়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। তার পায়ে এবং কোমরে চোট লেগেছে বলে সূত্রের খবর। সেই প্রসঙ্গেই এদিন রানীগঞ্জের সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছেন বাম নেতা।
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2023 8:00 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: ‘কুশলে আছেন জেনে নিশ্চিন্ত হলাম’, মমতার চোট প্রসঙ্গে সাংবাদিক বৈঠক থেকে বললেন সেলিম